মাটিতে গ্রথিত
এ মাটিতে আমার বাবার রক্তের দাগ
এ মাটিতে আমার ভাইয়ের গলিত দেহ
এ মাটিতে
স্বাধীনতার চেতনায় যুদ্ধের সুতিকাগৃহ ।
এ মাটিতে আমার বোনের রক্ত স্নান
পাশবিক অত্যাচারে তার যৌন ক্ষরণ
এ মাটিতে
তিরিশ লক্ষ শিশু-বৃদ্ধের জীবন হরণ ।
এ মাটিতে ছাই আমার দাদার বসতঘর
ধ্বংসলীলায় ধূলিস্বাত পূজারীর মন্দির
এ মাটিতে
চেতনার নবজন্ম সাত কোটি বাঙালীর।
এ মাটিতে গ্রথিতো স্বপ্ন সোনার বাংলার
ধরিত্রী বুকে লাল সবুজে মাথা তুলে দাঁড়াবার ।
জুনায়েদ মুন্সী
এপ্রিল ৪, ভোর ৫-৩০ মি।
মালায়েশিয়া ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।