কখনো খুনে মেজাজের কখনো বা অনেক বেশি শান্ত। খেলার পরিস্থিতি অনুযায়ী নিজেকে প্রদর্শন করেন বিরাট কোহলি। ক্রিকেটের সঙ্গে নিজেকে শতভাগ মিশিয়ে ফেলেছেন। যখন মারমুখি হওয়া প্রয়োজন তখন বোলারদের তুলোধুনো করে ছাড়েন। আর যখন বলে বলে রান দরকার তখন স্থির হয়ে যান কোহলি।
যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে তার জুড়ি নেই। ক্রিকেটার কোহলির মতো ব্যক্তি কোহলিও দুই চরিত্রের। ভক্তরা ক্রিকেটীয় আচরণ দেখেই অভ্যস্ত। টি-২০তে ভক্তরা তাকে আগ্রাসী রূপেই দেখতে চান। যদিও চলতি টি-২০ বিশ্বকাপে এখনো আক্রমণাত্দক রূপে দেখা যায়নি ভারতীয় এই তারকাকে।
অবশ্য আগ্রাসী হওয়ার উপায়ও ছিল না। স্পিনাররাই ভারতকে পৌঁছে দিয়েছে জয়ের বন্দরে। শেষে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় টার্গেট তাড়া করতে হলেও খুব বেশি কষ্ট করতে হয়নি তাকে। বলে বলে রান নিয়েই তিনি বাজিমাৎ করেছেন। মাঝে মধ্যে দুই একটি বাউন্ডারিও হাঁকিয়েছেন।
তবে শেষ ম্যাচে আগ্রাসী রূপেই ছিলেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ৭২ রান করেছিলেন, মাত্র ৪৪ বলে।
তাছাড়া চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ২৪২ রান করে সর্বোচ্চ স্কোরার কোহলি। গড় ১২১। স্ট্রাইকরেটও চমৎকার।
ভক্তরা চাচ্ছেন আজকের ফাইনালেও আগ্রাসী রূপে আবির্ভূত হোক কোহলি। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ফাইনালে বড় ইনিংস চান। কাল সংবাদ সম্মেলনে কোহলির প্রশংসা করতে গিয়ে ধোনি বলেন, 'শুধু এই টুর্নামেন্টেই নয়, কয়েক বছর থেকেই দারুণ ব্যাটিং করছে বিরাট। দুর্দান্ত খেলছে। ফাইনালে সে ভালো কিছুই করবে আশা করি।
'
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।