আমাদের কথা খুঁজে নিন

   

জীবনে মরনে

=====================

দূরের আকাশে
মেঘের পালকে
সূর্যের আলো হাসে,
মনের গহীনে
তোমার স্মৃতী
উঠিল যেন গো ভেসে;


তুমি আজ ওগো
দূরে বহু দূরে
তবু আছো এই অন্তরে,
তোমারি তরে
হৃদয়ে সদা
মোর প্রেম সুধা ঝরে;


তুমি কি ওগো
আগের মতো
রেখেছো স্মরণে মোরে,
চোখের আড়ালে
মনের দর্পণে
রেখেছো আপন করে?


ভুলিনি প্রিয়া
ভুলিনি তোমায়
কি করে ভুলি বল গো তোমায়,
প্রেম-প্রীতি
মধুর স্মৃতী
সবি সঞ্চয় মোর মনের পাতায়;


ভুলি যদি ওগো
কোন দিন তোমায়
তার আগে মরন যেন গো হয়;
জীবনে মরনে
থেকে পাশপাশি
তৃপ্ত করিও মোর শূন্য হৃদয়।

=====================

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।