সবাইকে সালাম জানিয়ে আবার শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন।
আমার গত পোস্ট এ অনেকেই জানতে চেয়েছেন কিভাবে symphony w68 root করবেন এবং cwm (custom recovery) install করবেন।
আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনার মোবাইল রুট করবেন এবং CWM install করবেন। আপনার মোবাইল রুট করার পর কিভাবে CWM install করবেন তা এখন শুরু করবো।
প্রথমে এইখান থেকে মোবাইল আঙ্কেল টুল টি নামান। তারপর ইন্সটল করুন। তারপর এইখান থেকে CTR টি ডাউনলোড করুন। ফাইল টা extract করুন। তারপর ফাইলটি আপনার মেমরি কাড এ কোন ফোল্ডারে না ঢুকিয়ে একদম বাইরে রাখুন।
এবার মোবাইল আঙ্কেল টুল এ যান। অপেন করে নিচের স্ক্রীন শুট দেখুন।
এইবার Recovery Update এ ক্লিক করুন।
আপনার ফাইল মেমরিকাড সঠিক ভাবে বসানো হলে আপনি Recover.img টা দেখবেন চিত্রের মত করে।
এইবার Recovery.img এ ক্লিক করে Ok দিন।
রিকভারি ইন্সটল হলে আপনার মোবাইল Reboot into recovery mode এ যেতে বলবে। আপনি No দিবেন। তারপর সেট টি Off করে Volume (+) up button and power button এ press করে রাখুন মোবাইল যতক্ষন না on হয়। অন হওয়ার পর দেখবেন আপনি Recovery mode এ ঢুকেছেন।
আর হ্যা যারা বুঝেন না CWM মানে কি তাদেরকে বলছি।
এইটার মাধ্যমে আপনার স্টক রম ব্যাকাপ নিতে পারেবন। ব্যাক নিওয়ার ফলে আপনি ফোন যদি উলটাপালটা করে ব্রিক করে ফেলেন তাহলে Restore করে আগের অবস্থায় ফিরে যেতে পারবেন।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। কেউ না বুঝলে কমান্ট করবেন।
ব্রিঃদ্রঃ সবকিছু নিজ দায়িত্তে করবেন।
আপনার ভুলে আপনার ফোন ব্রিক হলে তার দায় দায়িত্ত আমি নিতে পারব না। তাই কেউ ভুল করে ভুল পদক্ষেপ গ্রহন করে আমাকে গালি গালাজ করবেন না
সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।