আমি কয়েক দিন আগে Symphony W68 সেটটি কিনেছি । কিন্তু সমস্যা হলো সেটটি Root করতে পারছিলাম না । অবশেষে ইন্টারনেট এ অনেক ঘাটাঘাটির পর পেয়ে গেলাম Root করার নিয়ম ।
১.আপনার মোবাইলটি কম্পিউটার এর সাথে সংযোগ করুন ।
২.এবার মোবাইল এর USB DEBUG অন করতে হবে ।
এটি করার জন্য settings>Developer options হতে USB debugging on করতে হবে ।
৩.এরপর দেখবেন যে নতুন Hardware found করেছে । এই hardware এর জন্য driver প্রয়োজন ।
৪.এই ড্রাইভার এর জন্য Google এর Android ADB Driver প্রয়োজন । ড্রাইভার ডাউনলোড করুন নিচের লিঙ্ক হতে
http://adbdriver.com/upload/AdbDriverInstaller.exe
৫.ডাউনলোড শেষ হলে AdbDriverInstaller.exe তে ডাবল ক্লিক করে ইন্সটল করুন ।
ইন্সটল এর সময় Manufacture হিসেবে HTC পাবে । চিন্তা নাই এটি ইন্সটল করুন ।
৬.এরপর রুট করার পালা ! নিচের লিঙ্ক হতে w68 Root Toolkit.rar file টি ডাউনলোড করে extract করুন ।
http://www.mediafire.com/download/hl66o9dl8gzyl6
৭.Extract করার পর run.bat file এ double ক্লিক করুন । ওপেন হলে যেকোন key press করুন ।
৮.সবকিছু ঠিকঠাক থাকলে আপনি রুট Process দেখতে পাবেন । Process complete হলে আপনার সেটটি অটো restart হবে ।
৯.আপনার ফোন এখন ROOTED ! ! !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।