আমাদের কথা খুঁজে নিন

   

গণমাধ্যমকে নিরপেক্ষ নয়, দায়িত্বশীল হতে হবে: তথ্যমন্ত্রী

গণমাধ্যমকে নিরপেক্ষ নয়, দায়িত্বশীল ভূমিকা পালন করতে বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘সুসংহত গণতন্ত্রের জন্য গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে হবে। এখন আমরা সামরিকতন্ত্র ও জঙ্গিবাদের জঞ্জাল থেকে উত্তরণের পর্বে আছি। এ ক্ষেত্রে গণমাধ্যমকে নিরপেক্ষ নয়, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ’

আজ রোববার রাজধানীর একটি হোটেল ‘আজকের পত্রিকা’র লোগো উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

 তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী নেতা দরকার হয় না; প্রয়োজন শক্তিশালী গণমাধ্যম। শক্তিশালী গণমাধ্যম আমাদের সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। গণমাধ্যমকে হতে হবে স্নেহময়ী মায়ের মতো। গণমাধ্যম গণতন্ত্রের দর্পণ। এই দর্পণ সব সময় পরিষ্কার-স্বচ্ছ রাখতে হবে।

এ দায়িত্ব গণমাধ্যমকর্মীদেরও রয়েছে। গণমাধ্যম খণ্ডিত তথ্যের বাহন হবে না; বস্তুনিষ্ঠতার ছাপ হবে। দেশমাতৃকার বাহন হবে। জঙ্গিবাদের উসকানিদাতা হবে না। ’

তথ্যমন্ত্রী বলেন, ‘সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না, মিথ্যাকে সত্যের সঙ্গে মিশ্রিত করো না—এ কথা পবিত্র কোরআনে আছে।

মিথ্যাচার মানে সমালোচনা নয়। সমালোচনা চলে; খণ্ডিত তথ্য চলে না, ইতিহাস বিকৃত চলে না। মিথ্যাচার ও গুজবের ছাপ থেকে গণমাধ্যমকে বেরিয়ে আসতে হবে। ’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক, জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দীন প্রমুখ।



সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।