আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা মানে দুজনে কবি

‘সাধ আছে, সাধ্য নেই’ ভালবাসা মানে-জীবনের জয়গান -হৃদয়ে সুরের মূর্ছনায় নব অভিযান। ভালবাসা মানে-আত্মভোলা কথা বলা -আর নীরবে নির্জনে একাকী হেঁটে চলা। ভালবাসা মানে-এক মায়াবী কাঠি -একটু ছোঁয়াতে জীবন কি মরণ ছুটি। ভালবাসা মানে-মধুময় স্মৃতির তাড়া -সোনালী স্বপনে স্বর্গীয় নীড় গড়া। ভালবাসা মানে- দুরারোগ্য ব্যধি -প্রেম প্রেম খেলার এক মহৌষধি।

ভালবাসা মানে-পূজারীর মূল শক্তি -সকল চকিত চাহনির রচিত দূর্লভ পংতি। ভালবাসা মানে- পৃথিবীর ধ্র“বতারা -রাতে চাদর মুড়ি দেয়া ভাবনায় তন্দ্রাহারা। ভালবাসা মানে-আপনার আপন পরিচয় -যেমন পাত্রে জল কিবা চিত্রে রংতুলি হয়। ভালবাসা মানে-প্রচন্ড ঝড় ও মেঘচ্ছায়া -শিশির স্নিগ্ধ ভোর, হাস্যোজ্জ্বল ডালিয়া। ভালবাসা মানে-খোলাকাশের নক্সা -মুক্ত বিহঙ্গের দূর কোথাও যাওয়া আসা।

ভালবাসা মানে-মৃত গোলাপের জার -উন্মুক্ত দ্বারে দু’হাত প্রসারিত ‘তুমি আমার’। ভালবাসা মানে-একটু চাওয়া পাওয়া -দান গ্রহণে বিমুগ্ধ নদীর পাগলা হাওয়া। ভালবাসা মানে- তুমি আমি দুজনে কবি -পৃথ্বীতে সৃষ্ট সকল সৃষ্টির প্রতিচ্ছবি। -০- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.