আমাদের কথা খুঁজে নিন

   

কোহলির টুর্নামেন্ট

গ্রুপ পর্বে একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছিল বিরাট কোহলির ভারত। ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারলেও পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলা বিরাট কোহলি ঠিকই পেয়েছেন প্রাপ্য স্বীকৃতি।

৬ ম্যাচে ১০৬.৩৩ গড়ে টুর্নামেন্ট সর্বোচ্চ ৩১৯ রান করেছেন কোহলি। গ্রুপ পর্বে তার ব্যাটে ভর করেই একের পর এক ম্যাচ জিতেছে ভারত। ফাইনালে টস হেরে ব্যাট করতে নামা ভারত ১৩০ রান করতে পেরেছে কোহলির অসাধারণ এক অর্ধশতকের কল্যাণেই।



ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ৫৮ বলে ৭৭ রান করেছেন কোহলি। টুর্নামেন্টে নিজের সেরা ইনিংস খেলেও দলকে শিরোপা জেতাতে পারেননি। এ নিয়ে আক্ষেপ থাকারই কথা কোহলির।

তবে টুর্নামেন্টে চারটি অর্ধশতক করে কোহলি ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনকে। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪টি অর্ধশতক করলেও দলকে শিরোপা এনে দিতে পারেননি অস্টেলিয়ার এই উদ্বোধনী ব্যাটসম্যান।



টিভির ধারাভাষ্যকারদের মতো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ভারতের বিশ্বখ্যাত ব্যাটিং লাইনআপের সবচেয় বড় ভরসা কোহলির বন্দনায় মেতেছেন। ম্যাচ শেষে তিনি বলেন, “গত কয়েক বছর ধরেই বিরাট অসাধারণ খেলছে। সে এরকম একজন, যে কিনা সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করেছে। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে, সে ক্রিকেটীয় শট খেলেই ভালো রান করছে। তার সামনে উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করে আছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।