পুরো টুর্নামেন্ট জুড়েই অসাধারণ ব্যাটিং করেছেন কোহলি। ৬ ম্যাচে ১০৬.৩৩ গড়ে টুর্নামেন্ট সর্বোচ্চ ৩১৯ রান করেছেন ভারতের এই ব্যাটসম্যান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটিও গেছে তার অধিকারে।
টুর্নামেন্টে চারটি অর্ধশতক করে কোহলি ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনকে। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪টি অর্ধশতক করেছিলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।
কোহলি যে ভালো কিছু করবেন, সেই আলোচনা বিশ্বকাপ শুরুর আগে থেকেই হচ্ছিল। তবে বিশ্বকাপের আগে ঠিক যেন ফর্মে ছিলেন না তার স্বদেশি রোহিত শর্মা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চার নম্বরে আছেন ভারতের এই উদ্বোধনী ব্যাটসম্যান। ৬ ম্যাচে ৬০ গড়ে ২০০ রান তার।
অনেককেই অবাক করে এই দুই ভারতীয়র মাঝে ঢুকে গেছেন নেদারল্যান্ডসের টম কুপার ও স্টেফান মাইবার্গ।
পুরো টুর্নামেন্ট জুড়েই অসাধারণ ব্যাটিং করেছেন নেদারল্যান্ডসের দুই ব্যাটসম্যান । মূলত মাইবার্গ আর কুপারের ভয়ালসুন্দর ব্যাটিংয়ের কল্যাণেই আয়ারল্যান্ডকে প্রথম পর্বে হারিয়ে সুপার টেনে উঠেছিল ডাচরা। আর বিশ্বকাপের মূল এই পর্বে ইংল্যান্ডকে হারিয়ে তো সবচেয়ে বড় অঘটনেরই জন্ম দিয়েছে তারা।
স্টেফান মাইবার্গ
টম কুপার
শীর্ষ দশে দুই বাংলাদেশি সাকিব আল হাসান আর এনামুল হকের অবস্থান ছয় ও আট নম্বরে।
শীর্ষ দশে আছেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যানও।
তালিকার ৫ নম্বরে থাকা জেপি ডুমিনি এমনিতেই মারমুখী ব্যাটসম্যান হিসেবে পরিচিত। তবে এই টুর্নামেন্টে যুগের সঙ্গে তাল মিলিয়ে চার-ছয়ের পসরা মেলে ধরেছিলেন ধীর-স্থির ব্যাটিংয়ের প্রতিমূর্তি হাশিম আমলা। ১৩১-এর ওপরে স্ট্রাইক রেট নিয়ে তার ৫ ম্যাচে ১৮৫ রান করা তাই অনেককেই অবাক করেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ১০ ব্যাটসম্যান:খেলোয়াড়
ম্যাচ
রান
সর্বোচ্চ
গড়
স্ট্রাইক রেট
১০০
৫০
বিরাট কোহলি
৬
৩১৯
৭৭
১০৬.৩৩
১২৯.১৪
০
৪
টম কুপার
৭
২৩১
৭২*
৫৭.৭৫
১৩৭.৫০
০
১
স্টেফান মাইবার্গ
৭
২২৪
৬৩
৩২.০০
১৫৪.৪৮
০
৩
রোহিত শর্মা
৬
২০০
৬২*
৪০.০০
১২৩.৪৫
০
২
জেপি ডুমিনি
৫
১৮৭
৮৬*
৬২.৩৩
১৪০.৬০
০
১
সাকিব আল হাসান
৭
১৮৬
৬৬
৩৭.২০
১২৯.১৬
০
১
হাশিম আমলা
৫
১৮৫
৫৬
৩৭.০০
১৩১.২০
০
১
এনামুল হক
৭
১৮৪
৪৪*
৩০.৬৬
১১৮.৭০
০
০
অ্যালেক্স হেলস
৪
১৬৬
১১৬*
৫৫.৩৩
১৫৮.০৯
১
০
অ্যরন ফিঞ্চ
৪
১৫৮
৭১
৩৯.৫০
১৩০.৫৭
০
২
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।