১.
এই বৈশাখে!
কিছুটা শীতলতা চাই,
চাই একটু কোমলতা।
কিছুটা ভরসা চাই,
চাই একটু নিবীড়তা।
কিছুটা খুনসুটি চাই,
একই ছাতার আড়ালে।
কিছুটা দুষ্টুমি চাই,
যদি তুমি হাত না বাড়ালে।
২.
এই গ্রীষ্মে!
একটু নরম হাতের ছোয়া চাই,
চাই একটু মলিনতা।
কিছুটা শাসন চাই,
আর কিছু জটিলতা।
অনেকটা ভালোবাসা চাই,
তোমাকে আমার বানাতে।
কিছু আরো স্বপ্নও চাই,
স্বপ্নে তোমায় রাঙ্গাতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।