আমাদের কথা খুঁজে নিন

   

চাঁপাইনবাবগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে আহত ১৫

আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাত রশিয়া বিল দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক হওয়ার তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ অর্ধ শতাধিক বোমার বিষ্ফোরণ ঘটায়।  

শিবগঞ্জ থানার ওসি মোঃ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং তিনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সোবহান ঘটনাস্থলে রওনা দিয়েছেন। জানাগেছে, শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের সাত রশিয়া বিলের ইজারা গ্রহণ করেন একই গ্রামের ডালিম  মেম্বার নামক এক ব্যক্তি।

আজ সোমবার সকাল ১১টার দিকে ডালিম মেম্বারের লোকজন বিলটির দখল নিতে গেলে পূর্বের ইজারাদার কাইয়ুম রেজার লোকজন বাধা দেয়।  

এসময় উভয় পক্ষ ধারালো অস্ত্র ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে অর্ধ শতাধিক বোমার বিষ্ফোরণ ঘটানো হয়। এসময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.