পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে বৃদ্ধ দাদা ও নাতিকে পিটিয়ে জখম করেছে শাহাবুদ্দিন গাজী, মিজানুর গাজী ও মন্নান গাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী।
এ ঘটনাটি ঘটেছে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামে।
গুরুতর আহত আরিফ গাজী (২০) কে আশংকাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত মানিক গাজী (৬০) কে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। সন্ত্রাসীরা কাঠের মুগড় ও রড দিয়ে আরিফের মুখ, কপালসহ শরীরের বিভিন্ন অংশ পিটিয়ে জখম করে।
গার্মেন্ট ছুটিতে বেড়াতে এসে সন্ত্রাসীদের নির্মম নির্যাতনে এখন হাসপাতালে যন্ত্রনায় ছটফট করছে গার্মেন্ট শ্রমিক আরিফ (২০)।
গত ৫ এপ্রিল বিকালে এ ঘটনায় ৭ এপ্রিল আহত মানিক গাজী কলাপাড়া উপজেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই তিন জনকে আসামী করে এজাহার দাখিল করেন। আদালত এজাহারটি আমলে নিয়ে কলাপাড়া থানার ওসিকে এফআইআর হিসেবে গ্রহন করার নির্দেশ দেন।
কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জে এইচ খান লেলীন জানান, আহত আরিফ এখনও আশংকামুক্ত নয়। শরীরের ইন্টারনাল ইনজুরি এখন তার সমস্যা।
কলাপাড়া থানার ওসি এসএম মাসুদুজ্জামান জানান, মামলার কপি থানায় এসেছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।