স্বল্প দৈর্ঘ্যের বিজ্ঞাপনচিত্রও মানুষকে সচেতন করতে পারে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহার বন্ধে সচেতনতা বাড়ানোর সাম্প্রতিক একটি বিজ্ঞাপনের কথাই বলা যাক। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি কর্তৃপক্ষ সম্প্রতি অমনোযোগী চালক সচেতনতা মাস উদযাপন উপলক্ষে ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করেছে। এ বিজ্ঞাপনচিত্রে গাড়ি চালানোর সময় মোবাইলে বার্তা লেখার মারাত্মক বিপদ তুলে ধরা হয়েছে।
যুক্তরাষ্ট্রের টমব্রাশ গ্রুপের তৈরি বিজ্ঞাপনচিত্রটিতে ছোট্ট একটি ঘটনার চিত্রায়ণ করা হয়েছে।
ভিডিওতে কয়েকজন তরুণ গাড়ির মধ্যে হেসে হেসে গল্প করছে। এ সময় চালকের মোবাইলে একটি বার্তা আসে। ক্ষণিকের জন্য অমনোযোগী হয়ে বার্তাটি পড়তে গেলে চালক ট্রাফিক সংকেত ভুলে যায়। মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা।
এরপর একজন পুলিশকে ভিডিওতে দেখা যায়।
ওই পুলিশ কর্মকর্তা বলছেন, ‘পুলিশ কারও পথ রোধ করুক সেটা কেউ চায় না। কিন্তু যদি গাড়ি চালানোরত অবস্থায় কাউকে মোবাইল ফোন ব্যবহারের সময় থামানো সম্ভব হত, হয়তো তাহলে অনেক মূল্যবান জীবন বাঁচানো যেত।
গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহার না করতে একটি সচেতনতামূলক ওয়েবসাইট তৈরি করেছে মার্কিন ট্রাফিক পুলিশের সংস্থাটি। এই ওয়েবসাইটের ঠিকানা Distraction.gov
যুক্তরাষ্ট্রে ২০১২ সালে চালকের মনোযোগ হারানোর ফলে তিন হাজারের বেশি মানুষ দুর্ঘটনায় মারা গেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।