আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ এই বছর এশিয়া কাপ একদিনের ক্রিকেটে অল্পের জন্য চ্যাম্পিয়ান না হতে পারলেও বাংলাদেশের ক্রিকেটেরও কম অর্জন হয়নি। আমি বলব ঐতিহাসিক ঘটনা আমরা প্রতিষ্ঠা করতে পারছি। ফর্মে থাকুক বা না থাকুক ভারতের লিটল মাষ্টার শচীনকে দীর্ঘ ২৩ বছর খেলিয়ে ও.ডি.আইতে ১০০ সেঞ্চুরীর সুযোগ করে দেয় তাদেরই ক্রিকেট বোর্ড। তাই এই এশিয়া কাপে ধীর লয়ে বাংলাদেশের বিরুদ্ধে শচীন তার ক্যারিয়ারের শততম সেঞ্চুরী করলেও সেটা তার দেশ ভারতের জন্য যথেষ্ঠ ছিল না। ২৯০ রানের মাইল ফলক টপকে ভারতকে হারানোটাও বাংলাদেশের জন্য কৃতিত্বপূর্ণ। আজকে শচীন ও.ডি.আই হতে অবসরের ঘোষণা করলে তাকে সারা জীবন এই গ্লানি বইতে হবে যে তার শততম সেঞ্চুরীর দিন সে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছেড়েছে। বাংলাদেশ এ বছর হয়ত এশিয়া কাপ চ্যাম্পিয়ান হতে পারেনি কিন্তু ভবিষ্যতে এশিয়া কাপ কেন বিশ্বচ্যাম্পিয়ানও হব ইনশাল্লাহ! কিন্তু কারো শততম সেঞ্চুরী যেমন সহজ নয় তেমনি সেইদিন তার দলকেও বিপক্ষ দল হারাবে সেটাও অনিশ্চিত। তাই বলব সাব্বাস টাইগার্স!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।