আমাদের কথা খুঁজে নিন

   

কাউকেই এখন ভয় পাচ্ছেন না মরিনিয়ো

মঙ্গলবার রাতে চেলসির সঙ্গে সেমি-ফাইনালে উঠেছে মরিনিয়োর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদও। শেষ চারে চেলসির প্রতিপক্ষ হতে পারে ইউরোপের সবচেয়ে সফল এই দলটিও।
মরিনিয়োর বিশ্বাস, যত কঠিন বাধাই আসুক, চেলসি তা উতরে যেতে পারে। পিএসজিকে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত হওয়ার পর সংবাদ সম্মেলনে মরিনিয়ো জানান, “প্রতিপক্ষ কে হবে, তা কোনো ব্যাপারই না। আমরা জানি যে, সর্বোচ্চটা না দিতে পারলেও আমাদের আছে বিশেষ দলীয় চেতনা।


চেলসিকে শেষ চারে তুলে দেয়া ডেম্বা বার গোলের পর চেলসির সব খেলোয়াড়ই মত্ত হয়ে উঠেছিলেন উদযাপনে। সেনেগালের স্ট্রাইকারকে ঘিরে সবাই যখন কর্নার লাইনের ওপরে উৎসবে মেতেছিলেন, নিজেকে ধরে রাখতে পারেননি মরিনিয়োও। এক দৌড়ে গিয়ে তিনিও যোগ দিয়েছিলেন সেই উৎসবে।
পরে মরিনিয়ো দাবি করেন, তিনি গোল উদযাপন করতে সেখানে যাননি, গিয়েছিলেন খেরোয়াড়দের কিছু পরামর্শ দিতে।
ম্যাচ শেষেও ডেম্বাকে প্রাপ্য প্রশংসা দিয়েছেন মরিনিয়ো, “ওকে নিয়ে আমি খুব খুশি।

মানুষ হিসেবেও খুব ভালো। ”
সেমি-ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ পেয়ে তা কাজে লাগাতে না পারায় হতাশ পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি।
“আমি স্বীকার করছি, চেলসি আমাদের চেয়ে বেশি অভিজ্ঞ দল। কিন্তু আমি খুবই হতাশ হয়েছি। খুব কাছে চলে গিয়েছিলাম আমরা।


পিএসজি কোচ আর কি বলবেন? চেলসিকে অভিনন্দন দিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে রেখেছেন লরাঁ ব্লাঁ।
 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।