আমাদের কথা খুঁজে নিন

   

আমার কষ্টগুলো কাউকেই দেবনা ।

আমার জীবনটা বড় অদ্ভুত । এতটাই অদ্ভুত যে তা বলতে গেলে তার কূল পাওয়া যাবেনা । প্রত্যেকের জীবনেই দুই চারটা কিংবা পাঁচ দশটা প্রেমিকা থাকে । অবিশ্বাস্য হলেও সত্যি যে আমার জীবনে এমনটা হয়নি । হয়নি বলতে আনকমন ঘটনার জন্ম দিয়ে তা শেষ হয়ে গেছে ।

সবচেয়ে বেশি যে ঘটনা ঘটেছে তা হলো প্রমিকার পরিবর্তন । আমি এমনিতেই হালকা পাতলা মানুষ । শরীরে আহামরি তেমন কিছু নেই । আর যা আছে তা প্রত্যেকটা মানুষেরই থাকে । তবে কিছু কিছু পরিবর্তনও আছে ।

যেমন , আমার নাকটা । এই নাক নিয়ে অনেকের কাছেই হাজার রকম প্রশ্নের সম্মুখিন হই । প্রশ্ন হলো , আমার নাকটা এত্ত লম্বা কেন ? কি খাওয়াই আমি নাককে ? আমার হাসি পায় । আমি হাসতে পারিনা কারন আমার কষ্ট হয় । যে বিষয়টি বলছিলাম ।

জীবনে কখনও পছন্দগুলোকে নির্দিষ্ট করে রাখতে পারিনি । প্রতিনিয়ত তা পরিবর্তন হয়েছে । কখনও কোন জিনিস চেয়ে আমি স্থির থাকতে পারিনি । যেমনটি আমার চাওয়া তেমনটি বেশিরভাগ ক্ষেত্রেই হাওয়া হয়ে গেছে । আমার জীবনে সবচেয়ে বেশি ঘটেছে প্রেমিকার পরিবর্তনের ব্যপারটি ।

এ জীবনে যতগুলো মেয়েকে আমার চোখে ধরেছে তাদের কারও কারও শারীরিক অবয়ব আমার থেকে বহুগুন বৃদ্ধী পেয়েছে । যতটা বৃদ্ধি তাকে চাওয়া আমার অপরাধের মধ্যে ফেলে । নয়তো তার বিয়ে হয়ে গেছে আমি পছন্দ করার কিছুদিনের মধ্যেই । মাঝে মাঝে আমার শুকিয়ে যাবার কারন হিসেবে ঐ সব মেয়েদের দোষ দিতে ইচ্ছে করে যারা মোটা হয় । ইদানিং একটা মেয়েকে আমার ভাল লাগে ।

মেয়েটার সাথে আমার সবদিকেই মানাবে । ৩ মাস ধরে তাকে দেখছি । অথচ , গতকাল তার একটা বিয়ের ঘর এসেছিলো । ছেলেপক্ষ পছন্দ করে গেছে । বাদ বাকী এখন তার কপাল ।

তারও যদি বিয়ে হয়ে যায় আমি আমার মত নিরব শ্রোতা হয়ে যাব । আমি আমাকে নিয়ে সবসময় খুব চিন্তিত থাকি । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।