আমাদের কথা খুঁজে নিন

   

তিস্তা অভিমুখে রোডমার্চ করবে বিএনপি

খুব শীঘ্রই তিস্তা অভিমুখে রোডমার্চ করবে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র নেতারা এতে অংশ নেবেন। আগামী সপ্তাহের যে কোনো দিন নীলফামারীর উদ্দেশে এই রোডমার্চের দিন তারিখ নির্ধারণ করা হতে পারে। গতকাল রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বৈঠকে দল পুনর্গঠন, নির্বাহী কমিটির সভা, জাতীয় কাউন্সিল ও ইস্যুভিত্তিক আন্দোলন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

দল পুনর্গঠনে দায়িত্বপ্রাপ্ত নেতাদের সুপারিশমালা নিয়েও বিস্তারিত কথা বলেন স্থায়ী কমিটির সদস্যরা।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে তিস্তা অভিমুখে রোডমার্চ ছাড়াও দল পুনর্গঠন, ইস্যুভিত্তিক আন্দোলনসহ অন্তত ১৫ দফা সুপারিশ করেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

 

দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন তিস্তা অভিমুখে রোডমার্চে যাওয়ার বিষয়টি স্বীকার করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা খুব শীঘ্রই তিস্তা অভিমুখে রোডমার্চ করার চিন্তাভাবনা করছি। বিএনপির সিনিয়র নেতারা এতে অংশ নেবেন।

একই কথা বলেন দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারও।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।