বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের স্ফটিক চিহ্নিত করল মার্কিন বিশেষজ্ঞরা। ভেনেজুয়েলায় এর সন্ধান মিলেছে। এই স্ফটিকটের ওজন ২১৭ দশমিক ৭৮ গ্রাম। এর মূল্য ১৫ লাখষ মার্কিন ডলার।
লস অ্যালমস ন্যাশনাল ল্যাবরেটরিতে গবেষকরা এই স্ফটিকটির উপর পরীক্ষা নিরিক্ষা চালাচ্ছেন। এক দশক আগে এর মালিক ভেনেজুয়েলায় পাওয়া এই রকম চারটি স্ফটিকের অন্তর্গঠন নিয়ে গবেষণা চালাতে মিয়ানি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ জন রাকোভনকে দিয়েছিলেন।
গবেষকরা জানিয়েছেন, ২০০৬ সালে এক জায়গায় নিলামের সময় এই স্ফটিকটি বাতিল হয়েছিল। কারণ এটি বিশ্বাসযোগ্যতা নিয়ে তখন প্রশ্ন উঠেছিল।গল্ফের বলের আকারের এই স্ফটিকটি সম্পর্কে গবেষকদের ব্যাখ্যা, বাষ্প ও পলির ফলে এর আকৃতিতেও কিছুটা পরিবর্তন ঘটেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।