বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ওই অনুষ্ঠানে বক্তব্যে ফরহাদ মজহার বিএনপির আন্দোলনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললে নিজের বক্তব্যে প্রতিবাদ জানান রফিকুল ইসলাম।
নিজের বক্তব্যের শেষে অনুষ্ঠানে থাকা ফরহাদ মজহার বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুলের কথার প্রতিক্রিয়ায় উঠে দাঁড়িয়ে কথা বলতে থাকলে তাকে অন্যরা শান্ত করেন।
সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এই আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন।
ফরহাদ মজহার ও রফিকুল ইসলামের বাদানুবাদের পর তিনি ব্ক্তব্যে কাউকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলনে উত্থান-পতন থাকেই।
‘গণতন্ত্র পুনরুদ্ধার, আমার দেশ প্রকাশ, পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও বাক স্বাধীনতা রক্ষার দাবি’তে এই সভায় ফরহাদ মজহার বিএনপি নিয়ে তার আশঙ্কার কথা জানান।
ফরহাদ মজহার বলেন, “অনেকে বলে জনমানুষের আকাঙ্ক্ষায় আন্দোলনের কৌশল পরিবর্তন না করলে বিএনপি বিলীন হয়ে যেতে পারে। ”
একই মত প্রকাশ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীও।
তাদের বক্তব্যের পর দাঁড়িয়ে রফিকুল বলেন, “বিএনপি জনগণের জন্য আন্দোলন করে। এই দল কখনো বিলীন হয়ে যাবে না।
জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরও একই কথা বলা হয়েছিল জানিয়ে তিনি বলেন, “কিন্তু বিএনপি এগিয়ে গেছে।
খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এ দল কখনো বিলীন হবে না। ”
এ সময়ে মঞ্চে বসা ফরহাদ মজহার দাঁড়িয়ে বলেন, “আপনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কথা বলছেন। আমরা পেশাজীবী। আমি যে দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছি, আমার সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে। ”
“আমরা কেউ সরাসরি রাজনীতি করি না।
এভাবে কথা বললে, আমাদের ডাকেন কেন,” বিএনপি নেতাদের উদ্দেশে বলেন তিনি।
এসময় পাশে বসা নেতারা ফরহাদ মজহারকে হাত ধরে বসতে অনুরোধ জানালে তিনি বসেন।
এরপর রফিকুল বক্তব্য শেষ করে ফরহাদ মজহারের পাশে গিয়ে বসেন। তখন আবার দুজনকে হাসিুমখে কথা বলতে দেখা যায়।
দুই বক্তার তর্কাতর্কির পর মির্জা ফখরুল তার বক্তব্য বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে উত্থান-পতন থাকে।
একথা ভাববার কারণ নেই যে আমরা পিছিয়ে পড়েছি। এতে হতাশ হওয়ার কিছু নেই। ”
সরকারের বিরুদ্ধে আন্দোলন সফল করতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ফখরুল বলেন, “বিএনপি কখনোই বিলীন হয়ে যাবে না। জিয়াউর রহমানের দর্শন নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পতাকা উঁচিয়ে রেখেছেন, তা কখনো নিচে পড়বে না।
”
রুহুল আমিন গাজীর সভাপতিত্বে এই আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, অধ্যাপক পিয়াস করীম, অ্যাব সভাপতি আ ন হ আখতার হোসেন, ড্যাব নেতা ডা. আবদুল মান্নান মিয়া,আইনজীবী নেতা মাসুদ আহমেদ তালুকদার, সাংবাদিক নেতা এম এ আজিজ বক্তব্য রাখেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।