প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়ে আর একটি ওয়ান ইলেভেন সৃস্টি না করে সকলের নিকট গ্রহনযোগ্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বানের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলের চেয়ারম্যান শহিদুল ইসলাম কবির। তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির অভিযোগ, লিমনের পা হারানোর ঘটনা, রামুর ঘটনা, বিশ্বিজিৎ হত্যার ঘটনা এমনকি বামদলগুলোর ডাকা হরতাল প্রসঙ্গে সরকারের ভূমিকায় নির্বাচনে সরকার কতটুকু নিরপেক্ষ থাকবে তা নিয়ে দেশের মানুষের মনে সন্দেহের সৃস্টি হয়েছে। ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন কমিশন এর পক্ষে নিরপেক্ষ নির্বাচন করা প্রায় অসম্ভব। আজ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিজয়ের ৪১তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলের সেক্রেটারী এবিএম নুরুজ্জামান, মো: ছরোযার হোসাইন সিরাজী, শফিকুল ইসলাম শাকিল প্রমূখ। তিনি বলেন, যারা দলের সন্ত্রাসী, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ নেতা-কর্মীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাদেরকে বাঁচাতে অন্য দলের নেতা-কর্মীদের উপরে দোষ চাপায় এবং নিরীহ মানুষকে গ্রেফতার হয়রানী করে তাদের তত্বাবধানে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। শহিদুল ইসলাম কবির আরও বলেন, দেশের পরিস্থিতি এমন বিশ্বজিৎ হত্যার ঘটনায় তার পরিবার হত্যাকারীদের শাস্তির জন্য মামলা পর্যন্ত করতে সাহস পাচ্ছেনা, লিমনের পরিবার নিরাপত্তাহীনতায় জীবন জাপন করছে। এ অবস্থায় সরকারের উচিত দেশে গনতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।