বর্তমান সময়ে বিএনপির সবচেয়ে আলোচিত-সমালোচিত সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল । কারন, ১/১১ পর থেকে আজ পর্যন্ত মাথা তুলে রাজপথ দখল করতে পারে নাই বিএনপির ভেনগার্ড নামে ক্ষেত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল । ছাত্রদলের কেন্দ্রীয় পর্যায়ের সিনিয়র নেতারা সম্পুর্ন্য রুপে ব্যর্থতার পরিচয় দিয়েছেন আন্দোলনে ও মহা-নগর,জেলা,থানা কমিটি গঠনের ক্ষেত্রে যোগ্যদের রেখে অযোগ্য ব্যবসায়ীদের দলে স্থান দিয়ে। এর পর নানা রকম অর্থের লেনদেন,সেচ্চাচারিতা,নিজস্ব প্যনেলের অযোগ্যদের দলের গুরুত্বপুর্ন্য পোষ্ট দেওয়া , ইত্যাদি ইত্যাদি ।
সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে যা বুঝলাম ছাত্রদল ধ্বংশের জন্য ছাত্রদলের অর্থলোভি কেন্দ্রীয় নেতাদের চেয়ে ছাত্রদলের ধ্বংশের জন্য বেশী দায়ি বিএনপির নীতি-নির্ধারকদের মধ্যে কিছু ক্ষমতা লোভি সিনিয়র রাজনীতি বিদ ।
কারন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কমিটি অনুমোদনের ক্ষেত্রে শুধু সাক্ষর করে দেশ নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়া । আর, কমিটি গঠনের সময় নেতা-কর্মীদের নাম কমিটিতে আওতাভুক্ত করে বিএনপির সিনিয়র নেতারা ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদক ।
বিএনপির সিনিয়র নেতারা ও কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারন সম্পাদক সবাই চায় ওনাদের নিয়ন্ত্রনে থাকুক ছাত্রদল । এই জন্য যোগ্যদের যথাযথ মুল্যায়ন না করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষে তাদের নিজস্ব লোক নিয়োগ করে ছাত্রদলের কমিটি গুলোতে । এতে করে ছাত্রদল পরিনত হল একটা অথর্ব সংগঠনে ।
আর এর ফলাফল বর্তমানে ছাত্রদলের সরকার বিরোধী আন্দোলনের ভুমিকা ।
এর পর জেলা,থানা,ইউনিয়নের ক্ষেত্রেও একই অবস্থা জেলা বিএনপির সিনিয়র নেতারা ছাত্রদল কে চায় তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে । সেই জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের মুখের সামনে কলা জুলিয়ে দিনের পর দিন তাদের ব্যবহার করছে দলীয় কাজের বাইরেও নিজেদের ব্যক্তিগত কাজে । জেলা বিএনপির নেতারা তাদের মন মত পার্থীদের দিয়ে গঠন করে ছাত্রদল , যারা টাকা আছে সেই কমিটি অনুমোদন করাতে পারে আর যার টাকা নাই সেই ছাত্রদলে কর্মী হয়েই থাকে সারা জীবন । যোগ্য বা পরিশ্রমীদের কোন মুল্য নাই ।
আর টাকা দিয়ে পকেট কমিটির প্রচলন,লবিং নামক ভাইরাস,গ্রুপিং এর নামে ব্যবসায় ইত্যাদি ইত্যাদি সেই কাল থেকে চলছে ।
ছাত্রদল কে বাঁচাতে হলে এখনই সজাগ হতে হবে সকলের ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে কেন্দ্রীয় কমিটি থেকে প্রতিটা জেলা কমিটি দিতে হবে,অন্যথা বিএনপি আন্দোলন করতে সম্পুর্ন্য রুপে ব্যর্থ হবে ভবিষতে । -------------------- আদনান রহমান ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।