আসছে বৈশাখেই চন্দ্র গ্রহণ ও সূর্যগ্রহণ সর্ম্পকে সামান্য তথ্যঃ
ঘটনা ১।
পূর্ণ চন্দ্র গ্রহণঃ (বাংলাদেশ ও ভারেত অদৃশ্য) ১ বৈশাখ, বাংলাদেশ ২ বৈশাখ, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০১৪ খ্রীঃ। পৃথিবীতে চন্দ্র গ্রহণ স্পর্শ (আরম্ব/শুরু) বাংলাদেশের সময়ে গ্রহণ শুরু দিবা ঘ ১১/৫৮(১১.৫৮) মিঃ। পূর্ণ গ্রাস আরম্ভ দিবা ঘ ১/৬(১৩.০৬) মিঃ। পূর্ণগ্রাস সমাপ্তি দিবা ঘ ২/২৫(১৪.২৫)মিঃ।
গ্রহণ সমাপ্তি দিবা ঘ ৩/৩৩(১৫.৩৩) মিঃ। গ্রাসমান ১.২৯৬। গ্রহণ স্থিতি ৩/৩৫ (৩ ঘন্টা ৩৫) মিঃ। উপচ্ছায়া স্পর্শ (প্রবেশ) দিন ঘ ১০/৫২ (১০.৫২)মিঃ। উপচ্ছায়া ত্যাগ অপরহ্ন ৪/৩৯(১৬.৩৯)মিঃ
ঘটনা ২।
বলয়গ্রাস বা সূর্য গ্রহণ (বাংলাদেশ ও ভারতে অদৃশ্য) ১৫ বৈশাখ বাংলাদেশ ১৬ বৈশাখ মঙ্গলবার ২৯ এপ্রিল ২০১৪ খ্রীঃ। পৃথিবীতে গ্রহণ শুরু বাংলাদেশ সময়ানুযায়ী দিবা ঘ ৯/৫৩ (০৯.৫৩)মিঃ। সূর্য গ্রহণ শুরু দিবা ১১/৫৮ (১১.৫৮) মিঃ। গ্রহণ মধ্য দিবা ঘ১২/৩(১২/০৩)মিঃ। বলয়গ্রাস সমাপ্তি দিবা ঘ ১২/৯(১২.০৯) মিঃ।
গ্রহণ সমাপ্তি দিবা ঘ ২/১৫(১৪.১৫)মিঃ। গ্রাসমান ০.৯৮৪। গ্রহণ স্থিতি ৪/২২ (৪ ঘন্টা ২২ মিনিট) মিঃ।
গ্রহণদৃশ্যঃ আন্টার্কটিকা, অষ্ট্রেলিয়া, ভারত মহাসাগরের দক্ষিণভাগ, প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ও পশ্চিমভাগে দৃশ্য হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।