প্রিয়দর্শিনী মৌসুমীকে একজন রাজনীতিবিদ হিসেবে দেখা যাবে সহসাই। তবে বাস্তবে তিনি কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না। কিংবা তাকে কোন দলের হয়ে কাজ করতেও দেখা যাবে না। মৌসুমীকে রাজনীতিবিদ হিসেবে দেখা যাবে সিনেমার পর্দায়।
নতুন পরিচালক দিলশাদুল হক শিমুল পরিচালিত ‘লিডার’ ছবিতে মৌসুমী অভিনয় করছেন একজন রাজনীতিবিদের চরিত্রে।
একজন সক্রিয় নারী নেত্রী হিসেবে মৌসুমী সাধারণ মানুষের দরজায় দরজায় যাবেন ভোট প্রার্থনা করবেন এবং প্রতিপক্ষের সমস্ত ঘাতপ্রতিঘাত আর প্রতিহিংসাকে মোকাবিলা করে তিনি রাজনীতিবিদ হিসেবে সফলতা লাভ করবেন। ‘লিডার’ ছবিতে মৌসুমীর নায়ক ওমরসানী। ছবিতে আরও রয়েছেন ফেরদৌস, মতিন রহমান, আহমেদ শরীফ, সোহেল খানসহ অনেকেই।
মৌসুমী বলেন, রাজনীতিবিদ মানেই জনপ্রতিনিধি। আমি আমার যত্নে গড়া ইমেজের কথা মাথায় রেখে একজন রাজনীতিবিদের গেটাপ মেকাপে নিরপেক্ষতা এবং নতুনত্ব আনার চেষ্টা করেছি।
আমার বিশ্বাস প্রথমবারের মতো করা এই চরিত্রে দর্শকরা আমাকে পছন্দ করবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।