জন্মের ক্ষণে মরেছে প্রেম আতুরে
জীবন সঙ্গমে নদী আর সাগরের মোহনায়,
জলরাশি ঐ দূরে উবে যায়
তারপরে আসে ফিরে জোছনায়,
প্রেমময় ছল করে জীবন চলে
কপট ভ্রান্তিময় সত্যের আড়ালে,
প্রেয়সী আমার
নগ্ন দেহে উওপ্ত চুম্বনে,
জন্মের ক্ষণে মরেছে প্রেম আতুরে…
হয়ে উঠেছি পুরুষ আমি;
তুমি, হয়ে উঠনি নারী
প্রেমের জন্মের লগনে
শুভ আর পবিএ আহবানে,
ধূসর তাই এই নগ্ন প্রলয় প্রণয় উপাখ্যান
আমৃত্যু আর আনন্দময় প্রেম যাপনে…
হয়ে উঠেছি পুরুষ আমি
তুমি, হয়ে উঠনি নারী…
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।