আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ফোন বেচবে না ব্ল্যাকবেরি!

মোবাইল ফোন ব্যবসা বন্ধ করে দিতে পারে ব্ল্যাকবেরি। ব্যবসায় যদি লোকসান কমিয়ে ঘুরে দাঁড়ানো সম্ভব না হয়, তবে ব্ল্যাকবেরি মোবাইলের দিন শেষ। লোকসানের পাল্লা ভারী হওয়ায় ব্ল্যাকবেরির ব্যবসা বন্ধ করা ছাড়া উপায় দেখছে না কর্তৃপক্ষ।
কোম্পানিটির প্রধান নির্বাহী জন চেন সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেছেন, ব্ল্যাকবেরি এখন করপোরেট ব্যবসার দিকে বেশি মনোযোগী হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।


জন চেন বলেন, ‘আমি যদি হ্যান্ডসেট ব্যবসা থেকে লাভ তুলে আনতে না পারি, তবে ব্যবসা করব না। ’ ব্ল্যাকবেরিকে লাভের ধারায় ফিরিয়ে আনতে নিজের পরিকল্পনার কথা সাক্ষাত্কারে জানিয়েছেন সফটওয়্যার ব্যবসায় ঝানু এই প্রধান নির্বাহী।
ব্ল্যাকবেরি যখন জনপ্রিয় ছিল সেই সময় অর্থাত্ ২০১১ সালে পাঁচ কোটি ২৩ লাখ ইউনিট ব্ল্যাকবেরি ফোন বিক্রি হয়েছিল। অথচ এ বছরের প্রথম প্রান্তিকে এর লাভের খাতায় জমা পড়েছে খুবই সামান্য।
গত বছরের নভেম্বরে স্মার্টফোনের বাজারে ধুঁকতে থাকা ব্ল্যাকবেরির দায়িত্ব নেন জন চেন।

তাঁর আগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন থ্রস্টেন হেইন্স।

দায়িত্ব নেওয়ার পর জন চেন জানান, তাঁর লক্ষ্য হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে বিনিয়োগ করা বা তাদের সঙ্গে যৌথভাবে কাজ করা। যেসব প্রতিষ্ঠান উচ্চ নিরাপত্তার যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে চায়, তাদের সেবা দিতে কাজ করবে ব্ল্যাকবেরি।

সম্প্রতি নিউইয়র্ক টাইমকে দেওয়া সাক্ষাত্কারে জন চেন বলেন, ‘আমরা প্রকৌশলীদের নিয়ে কয়েকটি দল তৈরি করছি, যাঁরা নেটওয়ার্ক নিরাপত্তা সেবা দিতে কাজ করবেন। আরেকটি দল কাজ করবে পণ্যের নিরাপত্তা সেবা দিতে।

আশা করছি, আমরা কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করে নিরাপত্তা সেবার ক্ষেত্রে অনেকদূর এগিয়ে যেতে পারব। ’

জন চেন আরও জানিয়েছেন, এখন ব্যবসা ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে নেটওয়ার্ক নিরাপত্তার গুরুত্ব বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেন গোপন নজরদারির তথ্য ফাঁস করার পর এই গুরুত্ব আরও বেড়েছে।

তিনি জানান, তিনি আশা করছেন ব্ল্যাকবেরি শিগগিরই লাভের ধারায় ফিরে আসবে। সে জন্য তিনি পরিকল্পনা নিয়ে কাজ করছেন।

ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমরা শুধু ব্ল্যাকবেরির পণ্য ব্যবস্থাপনা নিয়েই কাজ করব না, আমরা যেসব যন্ত্র ব্যবহার করে যোগাযোগ করা হয় সব ধরনের যন্ত্রের ব্যবস্থাপনা নিয়েই কাজ করব। আমাদের এই স্বপ্ন সফল করতে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে। ’

এন্টারপ্রাইজ ব্যবসায় গুরুত্ব দিচ্ছেন চেন
প্রযুক্তি বিশ্লেষকেরা জন চেনকে পরিবর্তনের কারিগর হিসেবে জানেন। করপোরেট ব্যবসার পাশাপাশি তিনি এখন ব্ল্যাকবেরিকে এন্টারপ্রাইজ বা বড় বড় ব্যবসার সঙ্গে যুক্ত করতে কাজ করছেন।
জন চেন ব্ল্যাকবেরিতে যোগ দেওয়ার আগে কাজ করেছেন এন্টারপ্রাইজ সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান সাইবেসে।

নব্বইয়ের দশকে সাইবেসকে সফলতা এনে দেওয়ার কৃতিত্ব তাঁর। ২০১০ সালে সাইবেসকে কিনে নেয় এসএপি।
এদিকে ব্ল্যাকবেরি তিন বছর ধরে অ্যাপল ও গুগলের অপারেটিং সিস্টেমের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে জনপ্রিয়তা হারিয়েছে। গত তিন বছরে প্রতিষ্ঠানটি সাড়ে নয় হাজার কর্মী ছাঁটাই করেছে। প্রতিষ্ঠানটি লোকসান কমাতে নানা পদক্ষেপ নিচ্ছে।


স্মার্টফোনের বাজারে এক সময়ের তুমুল জনপ্রিয় ব্ল্যাকবেরি গত বছর বিক্রি হয়ে যাওয়ার প্রক্রিয়ায় ছিল। কিন্তু শেষ নাগাদ ব্ল্যাকবেরিকে উপযুক্ত দাম দিয়ে কিনতে আগ্রহী হয়নি কোনো প্রতিষ্ঠান। মাত্র পাঁচ বছরের ব্যবধানে জনপ্রিয়তা খুইয়েছে ব্ল্যাকবেরি। ২০০৯ সালে স্মার্টফোনের বাজারে ২০ শতাংশ ছিল ব্ল্যাকবেরির দখলে। কিন্তু ২০১৩ সালে এসে তা কমে ২ শতাংশের নিচে নেমে এসেছে।

ব্ল্যাকবেরির এই দুর্দশায় প্রতিষ্ঠানটির লক্ষ্য ঠিক রাখার কথা বলেছেন জন চেন।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.