আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী
মেষ Aries
২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >আপনার বয়স কি টিনের মধ্যে? ধরে নিচ্ছি তাই।
একে মেষ তায় আবার টিনের মধ্যে অর্থাৎ টিনএজার। তাহলে সপ্তাহটি আপনার দারুণ মজায় কাটবে। এর মধ্যে রোমান্টিক ঘটনাটাই প্রধান। ভেঙে বলতে গেলে বিস্তারিত অনেক কিছুই বলতে হয়। সেটা এ সপ্তাহে মুলতবি রইল।
বৃষ Taurus
২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > গানে-গানে কাটুক সপ্তাহ। মানে, কাটবেই আরকি। গানের সঙ্গে তো অনেক কিছুই জড়িত থাকে। কী কী থাকে, বলুন তো? আমি বলে দিই, থাকে রোমান্টিকতায় মোড়া ভালোবাসার প্যাকেজ।
মন চায় আর কিছু জানতে, তাই না? কিন্তু না, এর বেশি কিছু কোনোমতেই বলছি না।
মিথুন Gemini
২২ মে—২১ জুন। ভর # ৬ > শাস্ত্রমতে মিথুনের মন বায়বীয়। একটু উড়ে উড়ে যায় আরকি। তাহলেও এ সপ্তাহে সে কারও না কারও কাছে বেশ ভালোভাবেই ধরা দেবে।
গোটা ব্যাপারটাই তো মনে হয়, রোমান্সেরই কারবার। প্রিয় মিথুন, সাবধানে চলুন, রোমান্সের জাল সব সময় মধুর নাও হতে পারে। তবে আমি ধরে নিচ্ছি আপনার ক্ষেত্রে সেটা মধুরই হবে।
কর্কট Cancer
২২ জুন—২২ জুলাই। ভর # ২ > আপনার রোমান্টিক খেলাধুলায় একটা বড় রকমের ডিগবাজি দেখতে পাচ্ছি।
ইঙ্গিতটা বুঝলেন কি না কে জানে। বোধ হয় বুঝেছেন। কেননা, কর্কট হিসেবে আপনি মাথায় দারুণ বুদ্ধি রাখেন। চলতি সপ্তাহে আপনার পকেট যথেষ্ট গরম থাকবে, যার সঙ্গে কিনা ওই ডিগবাজির একটা সর্ম্পক খুঁজে পাওয়া যাবে।
সিংহ Leo
২৩ জুলাই—২৩ আগস্ট।
ভর # ১> মানসিক অস্থিরতা সত্ত্বেও এ সপ্তাহে আপনার হূদয়ে থাকবে অফুরন্ত আনন্দ। সেই আনন্দ কবে কোন দিক থেকে আসবে—সেটা আপনিই ভালো বুঝবেন। আমার বিশেষ কিছু বলার রইল না। তবে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, ভ্রমণ কিছুটা থাকবেই। ওই ভ্রমণ আপনি যথা+ইষ্ট=যথেষ্ট উপভোগ করবেন।
কন্যা Virgo
২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > নীল আকাশে মেঘ জমে, আবার কেটেও যায়। আপনার অবস্থাও অনেকটা সেই রকমই হবে। বিষণ্নতা আসবে এবং হঠাৎ করে চলেও যাবে। এর ফাঁকে দুই ফোঁটা অশ্রু বর্ষণ যদি ঘটেই যায়, সেটা হবে একান্তই স্বাভাবিক।
মানুষ ব্যথা পেলে কাঁদে, আনন্দেও তো কাঁদে।
তুলা Libra
২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > তুলনামূলকভাবে তুলার মন এ সপ্তাহে যথেষ্টই তুলতুলে অর্থাৎ নরম থাকবে। তিনি কাউকে তেমন আঘাত দেবেন না, নিজেও কোনো আঘাত পাবেন না। কেননা, তাঁর মনের শক্-এবজরবারটা বেশ ভালোই আছে।
তাঁর আনন্দের অনেক কারণই ঘটবে। সেগুলো বহুমুখী। প্রধানত হূদয়ঘটিত ব্যাপারেই এই কথাগুলো প্রযোজ্য। সব মিলে তুলার সামনে এখন বিছানো রয়েছে চমকপ্রদ সাতটি দিন।
বৃশ্চিক Scorpion
২৪ অক্টোবর—২২ নভেম্বর।
ভর # ৭ > ভ্রমণের সুযোগ এসে আপনার আনন্দকে আরও খানিকটা ঘন করে তুলতে পারে। চলতি সপ্তাহে আপনার ভ্রমণ ছাড়াও সামাজিক হইচই যোগ রয়েছে। এর মধ্যে গম্ভীর মুহূর্ত খুব কমই থাকবে। আপনি চাইলেও অন্যরা তা হতে দেবে না। কী বুঝলেন? ভবিষ্যদ্বাণী সঠিক হলে আমাদের একটা ধন্যবাদ জানাতে ভুলবেন না।
ধনু Sagittarius
২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > কলকাতার টিভি চ্যানেল আমি মাঝেমধ্যেই দেখি। ওখানকার পুরুষদের প্রতি দশজনের মধ্যে সাতজনেরই দেখতে পাই নানা সাইজের গোঁফ। চশমা তো আছেই। পাঠক, আপনার-আমার অভিজ্ঞতা একই রকম হওয়ার কথা।
মনে হয়, আমাদের ভাইয়েরা গোঁফটা বিশেষ পছন্দ করেন না। এটা যার যার ব্যক্তিগত পছন্দের ব্যাপার। আমার দুই রকমই ভালো লাগে। বিশেষত পুরুষ শিল্পীদের ব্যাপারে। নারীদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।
যা-ই হোক, সপ্তাহটি ধনু নারী-পুরুষ দুর্দান্ত আনন্দ নিয়ে কাটাবেন।
মকর Capricorn
২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > আমার হিসাবমতে, চলতি সপ্তাহে সব রাশির নর-নারীই প্রচুর আনন্দের ভাগ পাবেন। মকরও বাদ যাবেন না। এই আনন্দ তাঁদের জীবনের অনেক ক্ষেত্রেই ঘটতে দেখা যাবে, বিশেষ করে হূদয়ের ক্ষেত্রে।
ব্যাপারটা প্রেমিক প্রেমিকা কিংবা এক জোড়া স্বামী-স্ত্রীর মধ্যেও হতে পারে। এটুকু লক্ষ করে আমরাও তো আনন্দিত হব। হব নাকি?
কুম্ভ Aquarius
২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > ব্যাড মনকে গুড করাই তো কুম্ভের মহান ব্রত। তাহলে প্রিয় কুম্ভ, নিজেকে দিয়ে শুরু করুন, তারপর আশপাশে তাকান।
চেয়ে দেখুন, কার চোখেমুখে আলোর অভাব। যার বা যাদের মধ্যে এটা দেখা যাবে—তাদের নিয়ে ব্যস্ততায় কাটুক আপনার চলতি সপ্তাহ। এর ফলে আপনার নিজের সারা সপ্তাহটাই যে আনন্দে কাটবে এ আমি হলফ করে বলতে পারি।
মীন Pisces
১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > মীন রাশির ভর হচ্ছে ৩।
এই ৩-এর প্রভাবে চলতি সপ্তাহে মীন রিনঝিন করে বেজে উঠবেন। এখন চারদিকে বেশি তাকাবেন না, কেননা আপনার উপস্থিতিটা হবে চুম্বকের মতো। অন্যরাই বরঞ্চ আপনার দিকে বেশি তাকাবে, সে আপনি নারী হন বা পুরুষ। এমতাবস্থায় আপনি নিজেকে নিজের মনের গভীরে টেনে নিয়ে যান। ওখানেই আছে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।