আমাদের কথা খুঁজে নিন

   

ইউ-এস সিনেটের সাইটে মীর কাশেম আলীর ২,৮০,০০০ ডলারের লবিং এর তথ্যপ্রমান

আমি নতুন কিছু লিখবো গুজবটা অনেকদিন ধরেই ঢাকা শহরে শোনা যাচ্ছিল - যে মীর কাশেম আলী আমেরিকায় কোন একটা লবিং ফার্ম নিয়োগ করেছে তার পক্ষে যুদ্ধাপরাধী মামলা নিয়ে মার্কিন সরকারের কাছে লবিং করার জন্য। এজন্য সে মোটা অংকের টাকা বিনিয়োগ করেছে। নানা ব্লগে/ ফেইসবুকে এটা নিয়ে পোষ্ট/ষ্ট্যাটস ও এসেছে। কিন্তু যথারীতি ঘাতকদের দল জামাত শিবির এটা অস্বীকার করে গেছে আর বলেছে যে ডকুমেন্ট-গুলো দেখা যাচ্ছে সেগুলো জালিয়াতি করে বানানো। আজকে পেপার পড়ে বুঝলাম যে ব্যাপারটা ভার্চুয়াল জগত পেরিয়ে সরকারী পর্যায়ে চলে গেছে।

দুদক এখন এটার তদন্ত করবে ( প্রথম আলো , ডেইলী ষ্টার , ভোরের কাগজ)। তো ফেইসবুকে রুবেল ভাইয়ের দেয়া তথ্যকে ভিত্তি করে আমেরিকান সিনেটের ওয়েবসাইট চেক করে জানা গেল যে, মীর কাশেম আলী Cassidy & Associates নামে এক লবিং ফার্ম নিয়োগ দিয়েছে। উদ্দেশ্য: Bangladeshi war crimes tribunal and political opposition matters. এজন্য ২৪/১১/২০১০ থেকে ২৩/০৬/২০১১ তারিখ পর্যন্ত খরচ হয়েছে দুই লক্ষ আশি হাজার ডলার ($2,80,000) । এই টাকা মানি লন্ডারিং করে দেওয়া হয়েছে কিনা সেটাই দুদক দেখবে সম্ভবত। আসুন ইউ এস সিনেটের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা সেই ডকুমেন্ট গুলো দেখি।

যদি এই পোষ্টে ডকুমেন্ট দেখতে সমস্যা হয় তাহলে ফেইসবুকের এই এলবামে যেতে পারেন যেখানে বেটার রেজুলেশনের ছবিগুলো রাখা আছে। ইউ এস সিনেটের ওয়েবসাইট: http://www.senate.gov/ । সেখানে Lobbying Disclosure Act Databases সেকসনে গিয়ে client country: Bangladesh সাবমিট করলে দেখতে পাবেন সামারি। দেখা যাচ্ছে মীর কাশেম আলীর নামে চারটি এন্ট্রি রয়েছে- ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।