আমাদের কথা খুঁজে নিন

   

ল্যাপটপ ষড়যন্ত্র'

ল্যাপটপ ষড়যন্ত্র' সাহাদাত হোসেন পরশ আতাউর রহমান ফাঁস হয়েছে শিবিরের 'ল্যাপটপ' ষড়যন্ত্র। গোয়েন্দা ফাঁদ তৈরি করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৮ শিবির নেতাকে গ্রেফতারের পর তাদের কাছ থেকে ৭টি ল্যাপটপ উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই ল্যাপটপ পরীক্ষা করে ইতিমধ্যে শিবিরের নাশকতার বেশ কিছু তথ্য পেয়েছে ডিবি। নতুন বছরে দেশজুড়ে নাশকতার পরিকল্পনা ছিল ছাত্রশিবিরের। পুলিশের ওপর হামলা ছাড়াও তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় অনুষ্ঠানগুলোতে হামলার পরিকল্পনা করছিল।

এমনকি পুলিশের হাতে কোনো শিবির নেতা গ্রেফতারের পর কে সংগঠনের দায়িত্ব নেবেন, তারও আগাম ছক তৈরি করা ছিল ওই ল্যাপটপে। এছাড়া ল্যাপটপে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংগঠনের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি করায়ত্ত হয়েছে। এদিকে গ্রেফতার ৩৮ শিবির নেতাকে তেজগাঁও ও বাড্ডা থানায় দায়ের করা মামলায় ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (উত্তর) মোল্ল্যা নজরুল ইসলাম সমকালকে বলেন, 'রাজপথে হামলার সময় শিবির নেতারা 'প্রেস' লেখা যেসব মোটরসাইকেল ব্যবহার করত, তা উদ্ধার করা হয়েছে।

আরও অন্তত ৩০ শিবির নেতাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তারাও বিভিন্ন সময় নাশকতায় জড়িত ছিল। ' ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) মশিউর রহমান সমকালকে বলেন, শিবিরের পরিকল্পনার সব নথি এখন গোয়েন্দাদের হাতে। তাদের রাজনৈতিক কর্মসূচি, হামলা ও নাশকতা পরিকল্পনা এবং হামলার ধরন সম্পর্কে সবধরনের তথ্য উদ্ধার করা হয়েছে। এগুলো এখন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, বেশ কয়েকজন জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিও টার্গেটে ছিল শিবিরের। যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বানচাল করতেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছিল। এছাড়া কয়েকটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে, যেগুলো থেকে সংগঠনের কর্মসূচি এবং মূল দল জামায়াতের ক্ষুদে বার্তা পেঁৗছে দেওয়া হতো। ঊর্ধ্বতন এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, শিবির সম্পর্কে যে ধরনের তথ্য গোয়েন্দাদের কাছে রয়েছে, তাতে এ সংগঠনটি আপাতত আর কোনো নাশকতা চালাতে পারবে না বলে মনে হয়। কারণ সারাদেশেই শিবিরের নাশকতাকারী, হামলায় অংশ নেওয়াসহ বেশ কয়েকটি গ্রুপকে চিহ্নিত করা হয়েছে।

উদ্ধার করা নথিতে শিবিরের বার্ষিক পরিকল্পনা, সংগঠনে অর্থদাতাদের নাম-ঠিকানা, শুভাকাঙ্ক্ষীদের নাম, সারাদেশে বিভিন্ন ইউনিটের নেতাদের নাম-পরিচয় সবকিছুই রয়েছে। ল্যাপটপে শিবির নেতাদের অন্তত ১০ হাজার ই-মেইল আইডি পাওয়া গেছে। এসব আইডিতে তারা সারাদেশে কেন্দ্রীয় নেতাদের মেসেজ ছড়িয়ে দিত। সরকার সমর্থক ১৪ দলীয় জোটের গতকালের গণমিছিলেও হামলার পরিকল্পনা ছিল শিবির নেতাকর্মীদের। ইতিমধ্যে শিবির নেতাকর্মীরা তাদের মোবাইল নম্বর ও বাসা পরিবর্তন করছে_ এমন তথ্য গোয়েন্দাদের কাছে রয়েছে।

শিবির নেতাদের ধরার জন্য রাজধানীতে গতকালও বেশ কয়েকটি স্থানে অভিযান চালায় ডিবি। হামলায় অংশ নিত 'সাংবাদিক' লেখা গাড়ি নিয়ে : গত কয়েক মাসে শিবিরকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় জ্বালাও-পোড়াওসহ বিভিন্ন হামলায় অংশ নিয়েছে। তবে পুলিশের ওপর হামলা ও গাড়িতে আগুন দেওয়ার সময় এ সংগঠনটির কর্মীরা মোটরসাইকেল ব্যবহার করত। এসব মোটরসাইকেলের সামনে ও পেছনে ইংরেজিতে 'প্রেস', 'সংবাদপত্র' লেখা থাকত। গোয়েন্দা পুলিশ ৩৮ শিবির নেতাকে গ্রেফতারের পর এ ধরনের ৫টি মোটরসাইকেল উদ্ধার করেছে।

শিবিরের গ্রেফতার হওয়া মহানগর নেতারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, হামলার পর আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি ও জনরোষ থেকে বাঁচতে তারা গণমাধ্যমের স্টিকারযুক্ত মোটরসাইকেল চালাতেন। নেতাদের মোবাইল ফোন চায়ের দোকানে : শিবির নেতাদের গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ মিরপুর ও কাফরুল এলাকার ফুটপাতের বিভিন্ন চায়ের দোকান থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে। শিবির নেতারা গ্রেফতার এড়াতে কর্মীদের বিভিন্ন ফোনে বিভিন্ন মেসেজ দিয়ে এসব ফোন সেট চায়ের দোকানগুলোতে রাখতেন। সমকাল-২৩। ১২।

২০১২  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.