আজ ভোর হয়নি। হয়তো কাল-ও হবেনা। চারিদিকে ভীষণ কাল। ভোর হবার প্রতিক্ষায়.... বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের গণিতের মহোৎসব ‘চতুর্থ জাতীয় স্নাতক অলিম্পিয়াড-২০১২’ আগামী ২৬ জানুয়ারি-২০১৩ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) অনুষ্ঠিত হবে। শাবির গণিত সমিতি সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ গণিত সমিতি’র তত্ত্বাবধানে এবং শাবি গণিত সমিতির সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজনে রয়েছে শাবির গণিত বিভাগ। প্রতিযোগিতায় দেশের স্নাতক পর্যায়ের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের যে কোন বিভাগ তত্ত্বাবধায়ক হিসেবে একজন শিক্ষক প্রতিনিধিসহ ৫-১০ জনের দল অংশগ্রহণের জন্য প্রেরণ করতে পারবে। প্রতিযোগী প্রতি রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১০ জানুয়ারি-২০১৩। প্রতিযোগিতার সিলেবাস- Basic Algebra, Calculus, Coordinate Geometry, Linear Algebra, Vector Calculus এবং Differential Equations ।
প্রতিযোগীদের অবশ্যই প্রতিযোগিতার দিন সকাল সাড়ে আটটায় শাবির গণিত বিভাগে রিপোর্ট করতে হবে। প্রতিযোগিতার ব্যাপারে আয়োজক কমিটির সদস্য সচিব, শাবির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজয় চক্রবর্ত্তী বলেন, “ প্রথমবারের মত শাবিতে আয়োজিত এ অলিম্পিয়াডে দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে বলে আমি আশা রাখি। গণিত ভীতি দূর করার মাধ্যমে বিজ্ঞান-নির্ভর জাতি গড়তে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ”।
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে এবং ফরম ডাউনলোড করতে লগইন করা যেতে পারে শাবির ওয়েবসাইট- http://www.sust.edu এবং বাংলাদেশ গণিত সমিতির ওয়েবসাইট- http://www.bdmathsociety.org এ।
বিশেষ প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে- মোবাইলঃ ০১৭১২২৩৯৩০৯ (প্রফেসর ড. মোঃ রাশেদ তালুকদার, আহ্বায়ক) এবং মোবাইলঃ ০১৮২২৮৪৫৫২২ (ড. সুজয় চক্রবর্ত্তী, সদস্য সচিব) এই নম্বরে।
ইমেইল করা যেতে পারে- এই ঠিকানায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।