নবম জাতীয় সংসদের অধিবেশন নিয়ে টিআইবির এক প্রতিবেদনে বলা হয়, ২০১১-১২ বছরের আটটি অধিবেশনের ১৬৩ কার্যদিবসের মধ্যে ১৫৩ দিনই সংসদ বর্জন করেছে প্রধান বিরোধী দল বিএনপি। এ সময় ছয়টি অধিবেশনে পুরোপুরি বর্জন করে তারা।
টিআইবির হিসাবে, একজন সাংসদ যেসব সুযোগ সুবিধা নেন, তাতে তিনি একদিন অধিবেশনে অনুপস্থিত থাকলে তার ‘অর্থমূল্য’ দাঁড়ায় ন্যূনতম ৩ হাজার ৫৫৮ টাকা। এই হিসেবে অষ্টম থেকে পঞ্চদশ অধিবেশন পর্যন্ত বিরোধী জোটের সংসদ বর্জনের ‘অর্থমূল্য’ প্রায় ৪ কোটি ১ লাখ ৩৪ হাজার টাকা।
রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “সংসদ বর্জনের যে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে তা উদ্বেজনক।
আইন করে সংসদ বর্জন বন্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই। ”
ইফতেখারুজ্জামান জানান, সংসদীয় গণতান্ত্রিক চর্চার বৈশ্বিক অভিজ্ঞতায় এমন ঘটনা ‘নজিরবিহীন’, যা একদিকে ‘বিব্রতকর’, অন্যদিকে জনগণের ভোট ও রায়ের প্রতি ‘শ্রদ্ধহীনতার পরিচায়ক’।
এর আগে নবম সংসদের ওপর ২০০৯ সালের জুলাইয়ে ও ২০১১ সালের জুন মাসে পার্লামেন্টওয়াচ নামে দুটি প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।
বছরভিত্তিক এক বিশ্লেষণে সংস্থাটি জানায়, ২০০৯ সালে মোট কার্যদিবসের ২৭ শতাংশ (৮৬ দিনের মধ্যে ২৩ দিন), ২০১০ সালে ২৪ শতাংশ (৮৮ দিনের মধ্যে ২১ দিন), ২০১১ সালে ৯ শতাংশ (৮০ দিনের মধ্যে ৭ দিন) এবং ২০১২ সালে ৪ শতাংশ (৮৩ দিনের মধ্যে ৩ দিন) সংসদে উপস্থিত ছিল বিরোধী দল।
গত চারটি সংসদের কার্যক্রম পর্যালোচনায় দেখা যায়, ৯১ সালের পঞ্চম সংসদে ৩৩.৭৫ শতাংশ, ৯৬ সালের সপ্তম সংসদে ৪২.৬৭ শতাংশ, ২০০১ সালের অষ্টম সংসদে ৫৯.৭৯ শতাংশ ও চলমান নবম সংসদে (১৫ অধিবেশন পর্যন্ত) ৮৩.৩৮ শতাংশ কার্যদিবসে সংসদে অনুপস্থিত থেকেছে বিরোধী দল।
এই প্রতিবেদনের গবেষণায় যুক্ত মোরশেদা আক্তার, ফাতেমা আফরোজ ও জুলিয়েট রোজেটিও সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রধান বিরোধী দল বিএনপি ইতোমধ্যে জানিয়েছে, সংসদের আসন্ন বাজেট অধিবেশনে যোগ দেবে তারা। সোমবার বিকালে এই অধিবেশন শুরু হচ্ছে।
সংসদে বিএনপির সদস্যদের টানা অনুপস্থিতি ইতোমধ্যে ৮৩ দিনে গড়িয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।