আমাদের কথা খুঁজে নিন

   

তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী - তাহসান

তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী অপেক্ষা সুদূর বর্ষনের, মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান বৃষ্টি তোমার আহবান। । সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা, ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুল গুলো সব ছন্নছাড়া। । তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে আকাশটা ঘিরে প্রার্থনা, চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে জানিও তোমার অভ্যর্থনা।

। সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা, ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুল গুলো সব ছন্নছাড়া। । বিশেষ নোট : প্রিয় পাঠক আপনার পছন্দের যে কোন বাংলা গানের লিরিকস্ এর জন্য রিকোয়েস্ট করতে পারেন, আমি সাধ্যমত চেষ্টাকরবো আপনাদের জন্য লিরিকস্ সংগ্রহ করে দেওয়ার জন্য। ভালো থাকুন সব সময়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.