রোববার সকাল সাড়ে ১০টা থেকে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধকালে বেশকিছু যানবাহন আটকা পড়ে।
বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কলেজের সহকারী অধ্যাপক সহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৭ সাল থেকে কলেজে শিক্ষক সংকট চলছে। নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করার পর স্থগিত করায় বিক্ষুদ্ধ শিক্ষার্থী-অভিভাবকসহ এলাকাবাসী সড়ক আবরোধ করেছে।
ইছামতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মির্জা আশফাকের পরামর্শে এবং পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বাংলা, ইংরেজি, পদার্থবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ইসলামের ইতিহাসসহ কয়েকটি বিভাগে শূন্য পদের বিপরীতে আটজন শিক্ষকসহ অন্যান্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ সংবাদপত্রে এসব বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এসব নিয়োগের পরীক্ষার তারিখ ছিল ৩০ ও ৩১ মে।
কিন্তু ২৯ মে শিক্ষা অদিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোকারম হোসেন তাকে পরীক্ষা বন্ধ রাখতে বলেন।
এর পরিপ্রেক্ষিতে তিনি (অধ্যক্ষ) তাৎক্ষণিকভবে নিয়োগ কার্যক্রম স্থগিত করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।