আমাদের কথা খুঁজে নিন

   

রেডিও ফুর্তিতে শারমিন লাকি

এ বিষয়ে শারমিন লাকী বলেন, “আমি সর্বশেষ দুই বছর আগে রেডিও ফুর্তিতে রেডিও জকির কাজ করেছিলাম। এরপর গেল দুবছর রেডিও থেকে দূরে ছিলাম। সেই বিরতি ভেঙে ছয়মাসের জন্য রেডিও ফুর্তির একটি নতুন অনুষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। ”
অনুষ্ঠানটি সম্পর্কে জানা গেছে, সেলিব্রেটি আড্ডা, ভ্রমণ, খাবার, উপহার সামগ্রী কেনা থেকে শুরু করে নানা বিষয় সম্পর্কে জানা যাবে। এছাড়া মাসে একদিন শ্রোতাদের সঙ্গে আড্ডা দেবেন শারমিন লাকী।


এদিকে আবারও রেডিতে কাজ শুরুর বিষয়ে লাকী বলেন, “আমি মনে করি, অডিও হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং জীবন্ত মাধ্যম। তাই রেডিওর অনুষ্ঠানের প্রতি আমার দুর্বলতা বেশি। সে জন্যই রেডিওতে ফেরা। তাছাড়া আমি মূলত ভয়েজ ওভার আর্টিস্ট। টিভি উপস্থাপনাটা কিংবা মডেলিংটা এখনও শখেই করি।

আমি মনেপ্রাণে একজন শব্দশিল্পী। যার কাজ পর্দার আড়ালে থেকে শব্দের মালা গাঁথা। ”
শারমিন লাকীর এ অনুষ্ঠানটি দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত প্রচার হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.