আমাদের কথা খুঁজে নিন

   

এমএস ওয়ার্ডে ডিফল্ট পেপার সাইজ এ ফোর করার পদ্ধতি

আমরা সাধারনত কোন তথ্য প্রিন্ট বা ছাপানোর জন্য এ ফোর সাইজের পেপার ব্যবহার করি। কিন্তু এমএস ওয়ার্ডে ডিফল্ট হিসাবে লেটার সাইজ দেয়া থাকে। এতে বড় ডকুমেন্ট বা কোন ফর্ম ছাপাতে বেশ সমস্যায় ভুগতে হয়। ডিফল্ট হিসাবে এ ফোর সাইজ করতে পারলে কাজটি সহজ হতো। নিন্মে এটা সমাধানের একটা পথ দেয়া হলো। মাইক্রোসফট ২০০৩ ব্যবহারকারীদের জন্য: ফাইল মেন্যুতে > পেজ সেটআপ > পেপার ট্যাব মাইক্রোসফট ২০০৭/২০১০ ব্যবহারকারীদের জন্য: পেজ লে আউট ট্যাব > পেজ সেটআপ থেকে কর্ণারের ক্লিক করুন > পেজ সেট আপ চালু হলে পেপার ট্যাব এবার পেপার ট্যাব থেকে এ ফোর সাইজ সিলেক্ট করুন। ডিফল্ট বাটন চাপুন, ইয়েস বাটন চাপুন, ওকে চাপুন। এখন আপনার এমএস ওয়ার্ডে ডিফল্ট হিসাবে এ ফোর সাইজ আসবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.