এছাড়াও রোববার পর্যন্ত ২২ কাউন্সিলরকেও একই কারণে শোকজ করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে অভিযোগ পেয়ে মহাজোটের মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন ও ১৮ দলের প্রার্থী আহসান হাবিব কামালকে শোকজ করা হয়েছে।
এদিকে নির্বাচনের সময় বরিশাল নগরীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
বিএমপির উপ-পুলিশ কমিশনার (হেডকোয়াটার) সোহেব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর ৩০টি ওয়ার্ডে মোট ১০০টি ভোট কেন্দ্রের মধ্যে ৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রের প্রতিটিতে ২৪ জন ও সাধারণ কেন্দ্রগুলোতে ২২ জন করে পুলিশ ও আনসার সদস্য থাকবে।
“৩০টি ওয়ার্ডের প্রতিটিতে মোবাইল টিমের পাশাপাশি নগরীর ১৩টি স্থানে স্ট্রাইকিং ফোর্স কাজ করবে।”
পুলিশ কর্মকর্তা আরো জানান, র্যাবের ১৫টি মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্বে থাকবে। নৌ-পথে কোস্টগার্ড টহল দিবে।
নির্বাচনের আগে ১৩ জুন শহরের ৭ থেকে ৯টি স্থানে চেকপোস্ট বসানো হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।