আমাদের কথা খুঁজে নিন

   

বিরোধী দল হরতাল ডাকলেই তা জনগনের ক্ষতি আর আজকের হরতাল জনগনের জন্য ভালো!!!

যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-( ফালতু.... বিরোধী দল হরতাল ডাকলেই তা জনগনের ক্ষতি আর আজকের হরতাল জনগনের জন্য ভালো!!! যত্তসব, বাংলাদেশে তো সব'ই সম্ভব পারলে আইন করে হরতাল নিষিদ্ধ করা হোক চিরতরে। উন্নয়নশীল দেশ হওয়া সত্বেও আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি এই সব রাজনৈতিক কর্মসূচীর জন্য। কবে কোথায় হরতাল ডাকা দলগুলো জনগনকে জিজ্ঞেস করল.... আসলে হরতাল শব্দ'টা শুনলে এখন এইসব রাজনৈতিক দলগুলোকে সকাল বিকাল কানের নিছে থাপড়াতে ইচ্ছে করে... আর কিছু চামচা আছে এগুলো নিয়ে শুধু শুধু লাফালাফি করে হরতালের পক্ষে হাজার যুক্তি দেখায়.... আরে ভাই দেশের যে ১২ বেজে চলছে সেখানে খবর নাই  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.