আমাদের কথা খুঁজে নিন

   

আমি চাইনা কেউ আমাকে গে ডিরেক্টর বলুক।

এএক আকাশেতেই আমাদের ওড়াওড়ি। চলচিত্রে সমকামী চরিত্র রূপায়ণ করায় ভারতীয় চলচিত্র নির্মাতা অনির খবরের কাগজে তাকে সমকামী পরিচালক বলে লেখালেখি যে লেখালেখি হচ্ছে সে সম্পর্কে টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, “আমার খুব বিরক্ত লাগে যখন সবাই আমাকে গে ডিরেক্টর বলেন। “আমি চাইনা কেউ আমাকে গে ডিরেক্টর বলুক। আমি গে হতে লজ্জাবোধ করি। ” - বাবা মা ভারতীয় হলেও অনিরের জন্ম ভুটানে।

কাহিনীর প্রয়োজনেই তিনি তার চলচিত্রে গে চরিত্র আর ইস্যু তুলে ধরেছেন। তিনি আরো বলেন, “'If I don't talk about it, I am denying the little power I have which is my medium which can sensitize people... especially in a country like ours, where homosexuals are portrayed in mainstream cinema as a caricature, always an object of ridicule.” অনিরের প্রথম চলচিত্র মাই ব্রাদার নিখিল ২০০৫ সালে মুক্তি পায়। ১৯৮০ সালে গোয়া সরকার এইডস রুগীদের চিকিৎসার নামে যে প্রহসন চালায় তা নিয়েই এই সিনেমা। তার লেটেস্ট সিনেমা “আই এম”। চারটি ছোট গল্প নিয়ে চারটি ভিন্ন গল্প।

কলকাতা- কাশ্মীরের কাহিনী। আই এম এর একটি গল্পে আছে গে চরিত্র। আই এম ভারতের ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড পুরষ্কার অর্জন করেছে। ইন্ডিয়ান সেন্সর বোর্ড অবশ্য আই এম কে ন্যাশনাল টিভিতে প্রদর্শনের উপরে নিষেধাজ্ঞা জারী করেন। কোন জিনিস লুকিয়ে রাখলেই সমাধান হয়ে যাবে না।

সিনেমাটি অবশ্যই সচেতনতামূলক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.