. . . . . দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে কিছুক্ষণ আগে প্রথমআলোর প্রথম পাতাতে চোখ বুলাতেই দেখি, "শাকিল রিমান্ডে, জড়িত থাকার কথা স্বীকার করেছেন ছয়জন" শিরোনামে বিশ্বজিতের খবর ছেপেছে। খবরটা পড়ার পর আমি একটা বাক্য পড়ে কিছুক্ষণের জন্য থমকে যাই!!! লজ্জা বা ঘৃণা প্রকাশ করার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এও কি সম্ভব????? আপনি জানতে চাচ্ছেন কি হতে পারে সে কথা? কথাটা বলার আগে বলে নেই আমি কোন দলের হয়ে কথা বলছি না, আমি কেবল মাত্র একজ সাধারন মানুষ, এবং আমার সেই অবস্থান থেকেই বলছি। বিশ্বজিতের খুনি ছাত্রলীগ কর্মী শাকিল ডিবি পুলিশকে যা বলেছে তা হচ্ছেঃ-
"তাঁরা দাবি করেন, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি হয়েছে। এ কারণে তাঁরা কেন্দ্রীয় কমিটির কাছে নিজেদের গ্রহণযোগ্যতা আরও বাড়াতে শক্তির মহড়া দেখিয়েছেন।
"
এদের কে কি বলবো? রাজাকারদের থেকেও তো এরা নিকৃষ্ট! এদের কোন গালি দিলে সেই গালিকেই অপমান করা হবে। এই যদি হয় ছাত্র রাজনীতির শিক্ষা, তবে দেশের কি অবস্থা হবে তা অনুমান করতেই আমি আঁতকে উঠছি। প্রধানমন্ত্রীকে বলছি, "আপনার লজ্জা নাই বুঝলাম, কিন্তু নির্লজ্জেরও তো একটা সীমা আছে নাকি??? আপনার তো দেখি সেটাও নাই। আপনি দিবেন আমাদের স্বাধীনতার সুখ? এই হল ডিজিটাল বাংলাদেশ! আপনারা হলেন সত্যি কারের মুক্তিযোদ্ধা, দেশ প্রেমিক! নিরীহ মানুষ খুন করে মহড়া দিয়ে আপনার দলের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে হয়!!! ছিঃ ছিঃ ছিঃ . . . . ."
আসলে কাকে বলবো ভালো আর কাকে বলবো খারাপ। সবই মুদ্রার এপিঠ আর ওপিঠ।
একটা কথা শিখেছিলাম, মন্দের ভালো। কিছু না থাকলে মন্দের ভালো বলে সান্তনা দিতাম। কিন্তু আমাদের দেশে রাজনীতির যে অবস্থা তাতে মন্দের ভালো কাকে বলবো? মন্দের মন্দ বলার মতো দলও তো খুঁজে পাইনা!!!
বিশ্বজিত ভাই তোমার কাছে ক্ষমা চাইবার দুঃসাহস আমার নাই। আমি তোমার হত্যার বিচার কার কাছে দাবি করবো তুমি বলে দাও? যারা আমাদের রক্ষক তারাই আজ আমাদের ভক্ষক! তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তুমি দেখে নিও আমি এবং আমার মতো কোটি কোটি আমি মিলে এমন দেশ গড়ব যেখানে তোমার মতো আর কোন ভাইকে আমাদের হারাতে হবে না।
যারা আমাদের স্বাধীনতার কথা বলে রাজনীতির ব্যবসা করছেন তাদের মুখে থুঃথুঃ দিতেও ঘৃণা হচ্ছে!!!
মুক্তিকামী মানুষের প্রতি আহ্বান জানাই, আসুন এদের রাজনীতির মহড়ার শিকার হয়ে না যুদ্ধ করে বীরের মতো লড়াই করে মরি।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।