আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়ের কবিতা স্বাধীনতা আমার অহংকার

বাংলাদেশ নাম আজি বিশ্ব বুকে জ্বলজ্বলে ভাসে প্রজ্বলিত প্রতিটি শিখায় নতুন ভোরের আলোয় উদ্ভাসিত স্বাধীনতা হাসে আকশে বাতাসে আর বাংলার প্রান সঞ্জিবতায় । এখানে অখানে আজও বাংলার দামাল ছেলেদের রক্তে ভেজা শার্ট বুক পকেটে জিম্মি যে রয় স্বাধীনতার চিটি মুক্ত করে ফিরব মাগো হায়না খতম করে । ভয় কেন মা এইত কদিন যবে ওড়ায়ে নিশান খানি আমার দেশে সূর্য টা দেখব উদয় ভেঙ্গে দিয়ে গ্লানি । আজও বাংলা মায়ের দামাল ছেলেদের ঘরে ফেরায় লগ্ন বয়ে যায় দূর গগনে তাকায়ে আজও প্রতিক্ষার প্রহয় গুনে মায় । অশ্রু গঙ্গা আখিতে ।

পতাকার গায়ে পতপত ওড়ে নামটি ঢেউ খেলে লাল সবুজের এক বার্তা লয়ে কি তারা ফিরবে হেসে খেলে । আজও যুবা বালিকার চমকিত চাহনি থর থর করে বুক অধরে নিশংশ হায়নার শকুন দৃষ্টি তাড়িয়ে বেড়ায় আত্ত সাবলীল চেতনায় খুন হয় রঙ্গিন পৃথিবীর জাগ্রত লাস্যময়ি আপ্লুত আহবান । আজও প্রতিশোধ স্পিহায় অন্ধকারে চুনির মত জ্বলে ক্ষুদ্ধ হিয়ার কাতরতা , প্রেমিকের বুকের দাবদাহ উদাস নেত্র খুলে নিঝুম নিরালায় সাক্ষি হয়ে মহা কালে । কৃষাণের লাঙ্গলের ফলা আজ ও আঁকাবাঁকা মাট চষে খুজে ফিরে ফসলের অনাবিল আনন্দের বান । গর্জে উটেছিল তাদের হাতেও স্টেনগান ।

কারন ফসলের মাট হায়নারা নিয়েছিল লুটে দিয়েছিল ফসলের গোলায় আগুন । কুল বধু কেঁদে সাড়া ভাইটি নাকি হারিয়ে গেল যুদ্ধে । দূর মূর্খ যুদ্ধে অংশ নেওয়ার প্রশিক্ষনে আজি দূর্বার কৃষাণ থমকে যায়নি দিগুন শক্তিতে গড়ে তুলে লয়ে আরও অনেক সঙ্গী সাথি , ঝাপিয়ে পড়ে শত্রু বিনাশে । সাজে বরযাত্রি কেহ , কেহ লয় পালকি গাড়ে কেহ সাজে বধু আর কেহ সাজে ভাঁড় ছাতা দুলিয়ে নাছে আর পৌঁছে যায় হায়নাদের ক্যাম্পে । সুযোগ মত তাদের ছাতা লাটি দারুয়ানের গিঞ্জি টুটা গর্জে উটে শ্ত্রুর অপজিজ্ঞাংসায় ।

সরস্তরের মানুষের চেতনায় দাগ কাটে হায়নাদের নির্মমতা আর রুষের আগুনে । বীর বাঙ্গালীর শপথ মুক্তিযুদ্ধারা জাগে সম্মুখ সমরে নদী জল স্থল আকাশ পথ সব নিয়ন্ত্রনে এল অবশেষে হারিয়ে বীর সেনানির তাজা রক্ত সাগর । এল এই প্রতিক্ষিত স্বাধীনতা আঁকা হয় শব্দটি বাংলার বুকে ফুরুবেনা জানি লিখে সে কথা । বিশ্বের বুকে অংকিত হল স্বাধীন মানচিত্র এল ফিরে বাংলার বিজয় এর ক্ষন সেই থেকে ওড়ে ঐ রক্তিম পতাকা আমাদের অহংকারে পরিপূর্ণ শান্তির সুপান । হে বীর বাংজ্ঞালির রত্ন স্বাধীন বিজয় দিন বয়ে আনুক আনন্দ হোক প্রতিটি হৃদয়ে আসিন ।

চলবে । গান এল ফিরে বিজয় দিন আমারও আঙ্গিনায় আনন্দ ঘন শুভ লগ্ন বয়ে যায় বিজয় পতাকা বুঝি ওড়ে অই বাংলার ঘরে ঘরে প্রান উল্লাসে কত না জলসায় ঐ আসুক সজিবতা প্রানে প্রানে মেতে উটুক এই মন ছন্দ গানে অবারিত উম্মুক্ত বাংলা ভাষায় ঐ রচনা মোহাম্মদ মাসুদ মিয়া , ২০১২ ং মহান বিজয় দিবস উপলক্ষ্য । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।