আমাদের কথা খুঁজে নিন

   

আপনার আত্মার শান্তি কামনা করছি মামা, আজ ১৬ ডিসেম্বর ২০১২, ২ পৌষ ১৪১৯, বিজয় দিবস ।

আমার এখন ও মনে আছে মামা, সে দিন আপনি আমাদের এত জন লোককে আশ্রয় দিয়ে ছিলে, আপনার সীমিত সম্পদ থাকা সত্ত্বেও। আমাদের কে হাসি মুখে বরন করে নিয়ে ছিলেন। মামা, আসলেই আপনার আত্মাটা খুব বড় ছিলো । আপনার সেই সবুজ বাংলাদেশের খবর কি জানো মামা? তুমাকে শুধু আজকের খবরের কয়েকটা হেড লাইন দিচ্ছি: হল-মার্ক কেলেঙ্কারি: আত্মসাৎ করা অর্থ আদায় অনিশ্চিত । মামা, অর্থের পরিমান কত সেই হিসাব দিয়ে লাভ নেই, সেই হিসাব আপনার মাথায় ডুকবে না ।

ধরেন, আপনার আমার চৌদ্দ গুষ্টির সম্পদের চেয়েও শত গুন বেশি হবে । বিশ্বজিৎ হত্যার, শাকিল গ্রেপ্তার, চাপাতি উদ্ধার, মামলা ডিবিতে । মামা, এই সব এখন কিছুই না, সাধারন ব্যপার হয়ে যাচ্ছে । আর একটা কথা মামা, আমাদের মহামান্য রাষ্টপতি কিন্তু খুবই দয়ালু, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন । জীবনের দাম কি এক লাখ টাকা? মামা, পোশাকশিল্পের কোন শ্রমিক আগুনে টাগুনে জ্বলে পুরে মরলে, তার পরিবার পাবে এক লক্ষ টাকা ।

মামা, আপনি ভাবতে পারেন, এটাতো অনেক টাকা। মামা, আপনার সংগে যখন শেষ দেখা হয়, তখন একটা বড় চাঁদ পুরী ইলিশের দাম ছিলো ২৫টাকা আর এখন ২৫০টাকা । বিকাশের মুক্তির ঘটনায় পুলিশ প্রশাসন স্তম্ভিত: বিকাশের ফোন নিরাপদে আছি। ও এক দুর্ধর্ষ সন্ত্রাসী, কারাগারে বসেই কোটি কোটি টাকার চাঁদাবাজি করেছে । হত্যার টত্যা তার কাছে কোন ব্যপারই না ।

বর্তমান রাজনীতিতে তার খুব প্রয়োজন পড়েছে, তাই, গোপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের নির্দেশে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে । মামা, আরো কিছু বলার ছিলো, সময়ের অভাবে এখানে শেষ করলাম, আল্লাহ আপনাকে জান্নাত দান করুন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.