আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের জাতীয়তা বোধ ! ( একটি সমসাময়িক পোস্ট )

মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর ! আমরা বাংলাদেশী। তাই বিজয় দিবস, স্বাধীনতা দিবস আর একুশে ফেব্রুয়ারি এই তিনটি দিন আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।

আমরা এই তিনটি দিবস এলেই উৎসবে মেতে উঠি। নির্ভয়ে বাংলা ভাষায় কথা বলতে পারার আনন্দে। বিশ্বে আমরা বাংলাদেশীরা একটি স্বাধীন জাতি হিসেবে পরিচিত। এই সব কথা আমাদের সকলেরই জানা। যেটা বলার জন্য এই পোস্ট টি লেখা তা হলঃ এই সব দিবস উপলক্ষে আমাদের পিকনিক জাতীয় কিছু একটা করার রেওয়াজ আছে।

এই মুহূর্তে আমার বাসার পাশে এলাকার ছেলেরা ঘর-বাড়ি আর দোকান-পাট থেকে চাঁদা তুলে পিকনিক করছে। তারা তেহারি আর তার সাথে মাল-পানি’রও ব্যাবস্থা করেছে ! সবই ভালো কথা !! কিন্তু তারা এলাকা কাঁপিয়ে এই মুহূর্তে যে গানটি শুনছে তা হল- Chadhi mujhe yaari teri aisi Jaise daaru desi Khatti mithi batein hain nashe si Jaise daaru desi... এটি হিন্দি মুভি “ককটেইল” এর একটি গান। আমি বলছি না যে আমি সাধু। বলছি না যে আমি হিন্দি গান বা ইংরেজি গান শুনি না ! আমার গানের ভাষা নিয়ে কোন চুলকানি নেই। আমি নিজে ইংরেজি, হিন্দি আর বাংলা গান শুনি।

সে রবীন্দ্রনাথ থেকে শুরু করে লিওনেল রিচি পর্যন্ত ! আমার মনে হয় সঙ্গীতের কোন জাতীয়তা নেই। কিন্তু আমার যে বিষয়ে চুলকানি হচ্ছে সেটা হল- এই ছেলে-পেলেরা যে উপলক্ষে একটা পিকনিক এর আয়োজন করেছে, যে কারণে তারা উৎসব করছে সেটা হল মহান বিজয় দিবস ! আমরা নয় মাস যুদ্ধ করেছি যে দেশের জন্য যে ভাষার জন্য, সেই ভাষার একটি বিশেষ দিনে অন্য ভাষায় গান শোনাটা আমার কাছে যুক্তি সঙ্গত মনে হচ্ছে না। আমি বলছি না এই ছেলেদের মধ্যে দেশপ্রেম নেই। আমার থেকে হয়তো হাজার গুনে দেশপ্রেম আছে এদের মধ্যে। তবে যেটা নেই সেটা হল সচেতনতা ! আমাদেরকে একটু সচেতন হতে হবে।

আর কিছুই বলার নেই আমার। শুধু বলবো- আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? উৎসর্গঃ সকল বীর মুক্তিযোদ্ধাদের। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।