আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালী জাতীয়তা বোধ!!!!..

এ জগতে হায়, সে ই বেশী চায় আছে যার ভূরি ভূরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। । একটা রিপোর্ট পড়লাম প্রথম আলোতে, টি টোয়েন্টি ক্রিকেটে ভারত সংক্রান্ত। রিপোর্টটা করেছেন উৎপল শুভ্র।

আলোচনা এইটুকুই যে, বিগত ৩ আসরে ভারতের পাফরম্যান্স এর এই অধপতন। কমেন্টে দেখলাম একজন বেশ কড়া ভাষায়ই একটু, তার সমালোচনা করেছেন আর নিজেদের সাফাই গাইলেন খানিকটা। লোকটা ভারতীয় ..... জাতীয়তাবোধ। আর আমাদের দেশের ছেলে ভারতে গিয়ে নাকি বলে, "ভারত বাংলাদেশের জন্মদাত্রী মা" -- “ইন্ডিয়া বাংলাদেশের জন্মদাত্রী মা” এবং আমাদের ধর্মীয় সম্প্রীতির মিথ এটাও এক ধরনের জাতীয়তাবোধ ....!!! বরফী ছবিটার এই মুহূর্তে আই এম ডি বি রেটিং ৮.৯ ... যেখানে ১০০০ সেরা রেটার রেট করেছেন ৪.১ ..... জানতে পারলাম বেশীরভাগ ভারতীয় রেটাররা ছবিটাকে রেট করেছে ৮.৯-৯.১ পর্যন্ত। এই ছবিটার রেট যদি হয় ৮.৯/১০ তাহলে গডফাদার বা শশাঙ্ক রিডেম্পশন এর রেট কত হওয়া উচিত।

? ---জাতীয়তাবোধ। আমরা আমাদের ভালো ছবিগুলোতে হয় ধর্মীয় উগ্রতা অথবা ধর্ম বিদ্বেষী উগ্রতায় ছায়া ফেলি আর তারপর শুরু হয় রং তামাশা --- এটাও জাতীয়তাবোধ। !!!! চায়নাতে গুগল ব্যবহার কম, তার পরিবর্তে ব্যবহৃত হয় বা্ইডু, একটি চাইনিজ সার্চ ইঞ্জিন। ধীরে ধীরে গুগল সার্চ এখন প্রায় কিকড আউট পর্যায়ে চলে এসেছে। কেন?!---জাতীয়তাবোধ।

বাংলাদেশে বর্তমানে বন্ধ আছে ইউটিউব। আইরিশ একটা সংগঠন ফেইসবুককে পরামর্শ দিয়েছিল যাতে করে তারা ইউরোপে ফেস ট্যাগিং বন্ধ করে দেয়, কারন সেটা নাকি অপরাধ বৃদ্ধিতে সহায়ক, অপরদিকে বাংলাদেশের BTRC ইউটিউবকে বলেছিল ভিডিওটা সরিয়ে দিতে, কিন্তু যে কারনেই হোক সরানো হয় নাই, সেটা মূল কথা না, কিন্ত আমাদের মধ্যে নানা প্রতিক্রিয়া, কেউ বলছে ভালো হইছে আর কেউ বা প্রতিবাদ শুরু করল এমনকি শুনলাম ফ্ল্যাশ মব নাকি নতুন প্রচলন। বিভক্ত --- জাতীয়তাবোধ!!! ------------------------------ আমাদেরও জাতীয়তাবোধ আছে। ! জাতীয়তাবাদি জাতীয়তাবোধ, আওয়ামী জাতীয়তাবোধ, জামাতি জাতীয়তাবোধ, স্যংখালঘু জাতীয়তাবোধ, সংখ্যাগুরু জাতীয়তাবোধ, শ্রমিক জাতীয়তাবোধ, মালিক জাতীয়তাবোধ, ডাক্তারী জাতীয়তাবোধ, ইঞ্জিনিয়ার জাতীয়তাবোধ, পরিবহন জাতীয়তাবোধ, হকার্স জাতীয়তাবোধ, আস্তিক-নাস্তিক জাতীয়তাবোধ, বিভাগ-জেলা জাতীয়তাবোধ, সরকারী জাতীয়তাবোধ, বেসরকারী জাতীয়তাবোধ, পাকিস্তানী জাতীয়তাবোধ, ভারতীয় জাতীয়তাবোধ, শিক্ষক জাতীয়তাবোধ, ছাত্র জাতীয়তাবোধ ---- আরো আরো অনেক নাম না জানা জাতীয়তাবোধ। হ্যা, যে দেশগুলার কথা বললাম সেখানেও হয় অনাচার, হামলা, নির্যাতন কিংবা দুর্নিতি।

কিন্তু যখন প্রশ্ন হয় জাতি হিসেবে, তখন কি করে যেন তাদের জাতীয়তাবোধ নামের শিকল জোডা লেগে যায়। আর আমাদের শিকল ? ছোট ছোট জাতীয়তাবোধ এ নেমে যায়। রোজ আমাদের দেশের জাতীয়তাবোধ অপমানিত হয়, রোজ হয় বস্ত্রহরণ। আমাদের জ্ঞানগর্ভ আলোচনা, পর্যালোচনা --টক শো আর বুদ্ধিজীবেদের দ্বিধাবিভক্ত জাতীয়তাবোধ প্রচার হতেই থাকে। "ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা।

তাহার মাঝে আছে দেশ এক, সল দেশের সেরা। সে জে আমার জন্মভূমি। । " এই কবিতাটা খানিকটা বিবর্তিত হয়ে এখন রোজ শুনি, "কি বিচিত্র এই বাংলাদেশ, সত্যিই সেলুকাস" **কাউকে জ্ঞান দেবার জন্য লেখি নাই, শুধু প্রতিদিনের গড় দেখা থেকে লেখা ** ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.