আমাদের কথা খুঁজে নিন

   

গ্রেফতার এর রাজনীতি বন্ধ করুন, মির্জা ফখরুলকে মুক্তি দিন

হৃদয়ে থাকুক বসন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে এই সরকার বিশাল বড় একটি ভুল চাল দিয়েছে। আওয়ামী লীগ যদি মনে করে তারা আগামী নির্বাচনে জয়ী হবে, তবে তারা বিশাল বড় ভুল করেছে। এই সরকারের প্রতি মানুষের আস্থা আর নেই। মিথ্যা মামলায় বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেফতার করার পরিণতি ভালো হবেনা, এটা এই সরকারের জেনে রাখা উচিত। এটা আগামী নির্বাচনের পর তাদের জন্য বুমেরাং হয়ে ফিরে আসবে।

আগামী নির্বাচনে যদি কোন কারচুপি না হয়, আওয়ামী লীগ যদি স্বৈরাচারী আচরণ দিয়ে গদি দখল করে না থাকে, বিএনপি ক্ষমতায় আসবে। তখন তাদের এই টার্মে করা ভুলগুলোর মাশুল গুনতে হবে। সংঘাতের রাজনীতির ফলাফল কখনোই ভালো হয়না। বাংলাদেশের রাজনীতিতে যারা অবদান রেখেছেন, তাঁদের মধ্যে মির্জা ফখরুল একজন। এক সময়ে অধ্যাপনার সাথে জড়িত ফখরুল সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাসী।

তাকে মিথ্যা সাজানো মামলায় ফাঁসানোর পরিণতি ভালো হবেনা। এই সরকারের আমলে রেল দূর্নীতিতে ধরা পড়া কালো বিড়াল খ্যাত সুরঞ্জিত সেন গুপ্ত, শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে জড়িত অর্থমন্ত্রী, পদ্মা সেতু গিলে ফেলা আবুল, সাগর-রুনির হত্যাকাণ্ডের দায় বহন করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আরো অনেক আওয়ামী নেতার বিচার না করে, বিরোধী দলের উপর অন্যায়ের বুলডোজার চালানোর কোন আমনে হয়না। বিশ্বজিৎকে হত্যার পরোক্ষ নির্দেশ দেওয়া বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও কি তালিকার বাইরে থাকবেন? তারেক রহমান আর কোকোর দূর্নীতি নিয়ে হাস্যরসিকতা করা মাননীয় প্রধানমন্ত্রী কি ভুলে গেছেন, তার ছেলে জয়ের অবৈধ ভিওআইপি ব্যাবসা করে কোটি কোটি টাকা আত্মসাতের কথা? পাপে কেউ কারো চেয়ে কম যায়না। বিচার হবে, সবকিছুর। একের পর এক হত্যাযজ্ঞ চালানো ছাত্রলীগের বিচার হয়নি, হবেনা।

তাদের অভিভাবক শেখ হাসিনাকেই সব কিছুর জবাবদিহি করতে হবে। এসব পাপের কথা মনে করুন আর লজ্জিত হোন, একজন ভালো মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্তি দিন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.