আমাদের কথা খুঁজে নিন

   

কামরানের ২টি ক্যাম্প বন্ধ করা হল

রোববার রাতে নির্বাচনী ডিজিল্যান্স টিমের অভিযানকালে ৫ ও ১৯নং ওয়ার্ডে এ দুটি ক্যাম্প বন্ধের আদেশ দেন নির্বাহী ম্যজিস্ট্রেট মশিউর রহমান।
সহকারী রিটার্নিং অফিসার রাশেদুল ইসলাম জানান, সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী একজন মেয়র পদপ্রার্থী প্রতি থানায় একটির বেশি নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন না।
সে হিসাবে সিলেট সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র পদপ্রার্থী নগরীর ছয় থানায় ছয়টি ক্যাম্প করতে পারবেন।
কামারান বেশি ক্যাম্প স্থাপন করায় দুইটি বন্ধ করে দেয়া হয়েছে।
এ বিষয়ে গত শনিবার তি মেয়র পদপ্রার্থীকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এতে ছয় থানার কোন কোন স্থানে নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হবে তা উল্লেখ করে নির্বাচন কমিশকে লিখিতভাবে জানানোর অনুরোধ জানানো হয়।
কিন্তু তিন প্রার্থীর কেউই এ বিষয়ে কিছু জানাননি বলে কমিশন জানিয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।