অপরদিকে ১৮ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী অভিযোগ করেছেন, বিভিন্ন স্থানে তার পোস্টার ছিঁড়ে ফেলছে লোকজন।
সোমবার দুপুরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় তারা এ কথা বলেন।
বদর উদ্দিন আহমদ কামরান বলেন, অতীতে নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে এত সীমাবদ্ধতা ছিল না। আচরণবিধি অনুসারে ছয় থানায় ৬টি নির্বাচনী ক্যাম্প করার কথা বলা হয়েছে। কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের ৬ থানাই নগরীর বাইরে।
তাহলে ক্যাম্প কোথায় হবে?
কামরান পরামর্শ দিয়ে বলেন, ৩টি ওয়ার্ড নিয়ে একটি ক্যাম্প করার সুযোগ দিন। তাহলে ২৭টি ওয়ার্ডে ৯টি ক্যাম্প করতে পারবে প্রার্থীরা।
অপরদিকে আরিফুল হক চৌধুরী আচরণবিধি মানতে নির্বাচন কমিশনকে আরো সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, কোথাও কোথাও আমার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। আবার কোথাও কোথাও আমার পোস্টার অন্য কেউ দেওয়ালে লাগিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করছে।
বিষয়টি তার নজরে আসার পর থানায় জিডি করেছেন বলে জানান আরিফুল।
এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রার্থীদের আচরণবিধি মানার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার অনুরোধ করেন।
জেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন, সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার এস এম এজহারুল হক, সহকারি রিটার্নিং অফিসার ও সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।