গতকাল বসুন্ধরা সিটিতে গিয়ে দেখলাম সিঙ্গাপুরের বিখ্যাত শপিং মল "মুস্তফা সেন্টার" বিশাল মল ওপেন করছে, কালকেই আসলে এর উদ্বোধন হয়েছে, তবে এর বিশালত্ব অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। আর মুগ্ধ করবে এর বিশাল প্রডাক্ট লাইন, মুস্তফা সেন্টারের সিঙ্গাপুরের ষ্টোরে ১,৫০,০০০ ধরনের প্রডাক্ট পাওয়া যায়, যদিও বাংলাদেশের স্টোরে এতো ভ্যরাইটি যোগ হয় নাই, তারপরেও বলব তাদের প্রডাক্ট লাইন মুগ্ধ করার মত। বসুন্ধরা সিটির বেসমেন্ট ১ ও ২ তে এর অবস্থান, যদিও মেইন ফ্লোর (গ্রাউন্ড ফ্লোর বা লেভেল ১) থেকেই এই স্টোরের এন্ট্রান্স আছে। বি-১ এ আছে বিশাল ক্লোদিং স্টোর, প্রায় সব বিখ্যাত ব্র্যান্ডের পোষাক আছে এখানে। স্টোর সুপারভাইজারদের সাথে কথা বলে জানা গেলো আরো অনেক নতুন ব্র্যান্ড ও ধরনের প্রডাক্ট এখানে যোগ হওয়ার অপেক্ষায় আছে। বি-২ লেভেল এ আছে কস্মেটিক্স, জুতা, লাগেজ, ইলেক্ট্রনিক্স ও খেলনা। যদি দামের কথা জিজ্ঞেস করেন তাহলে বলব অধিকাংশ প্রডাক্টই ইম্পোরটেড ও ব্রান্ডেড, তাই দামটাও আসলে বেশীই। তারপরে বসুন্ধরা সিটিতে গেলে একবার ঘুরে আসলে মন্দ লাগবে না। সৌজন্যেঃ ভ্যাকেশন বাংলাদেশ সার্ভিসেস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।