দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল... আগামী কাল ১৩ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ১২তম আন্তর্যাতিক সল্প দৈর্ঘ ও মুক্ত চলচ্চিত্র উৎসব ২০১২। ১৪ ডিসেম্বর শুক্রবার বেলা এগারোটায় উৎসবের মূল ভেন্যু কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে বাংলাদেশের নির্বাচিত চলচ্চিত্র বিভাগে প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র 'অপরাজেয় বাংলা'। আর চব্বিশ ডিসেম্বর বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস আয়োজিত বিজয় মেলায় যুক্তরাষ্ট্রের ডালাস শহরেও প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র 'অপরাজেয় বাংলা'। http://www.isiff-bd.org/bangladesh-films/ সম্প্রতি কানাডার রাজধানী অটোয়ার অলটারনেটিভ মুভি থিয়েটার মেফেয়ার এ হয়োগেল অপরাজেয় বাংলার কানাডিয় প্রিমিয়ার। মেফেয়ার থিয়েটার প্রকাশিত নভেম্বর ক্যাটালগে ছাপা হয়েছে প্রামাণ্যচিত্র অপরাজেয় বাংলা'র পোস্টার ও সিনপ্সিস। উল্লেখ্য প্রামাণ্যচিত্র অপরাজেয় বাংলা এ বছর মুক্তিযুদ্ধ যাদুঘর আয়োজিত মুক্তি ও মানবাধিকার বিষয়ক ষষ্ঠ আন্তর্যাতিক প্রামাণ্যচিত্র উৎসবে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের পুরষ্কার লাভ করে। বিজয় মাসে অপরাজেয় আলোর উজ্জলতায় উদ্ভাসিত হোক প্রিয় স্বদেশ। জয় বাংলা! অপরাজেয় বাংলা সম্পর্কে বিস্তারিত জানতে, Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।