আবার সবাই ছুটিতে। দীর্ঘ ১৫ মাস পরে বেড়াতে গেল নানাবাড়ীতে মামার সাথে। এসেছিল দুই ভাইবোন। এবার গেল তিন ভাইবোন। অনেক দিন পরে দীর্ঘ গাড়ী ভ্রমনে তিনজনেই একাধিকবার বমি করেছে।
এখন নানাবাড়ীতে গিয়ে তারা মজা করেই সময় পার করছে।
(৪৬)
বড় ছেলে জাওয়াদ এর বয়স ৫ পূর্ন হয়েছে। নতুন পড়ালেখা শিখেছে। যে শব্দ শুনে তাই বাংলায় বানান করার চেষ্টা করে। নানার সাথে গল্প করার এক ফাকে জিজ্ঞেস করলো-
জাওয়াদঃ নানা, আপনার নাম কি?
নানাঃ আমার নাম শুনে কি করবেন?
জাওয়াদঃ আমি বানান করবো।
নানাঃ আচ্ছা......
জাওয়াদঃ নানা, আপনার বয়স কি ১০০ বছর?
নানাঃ না, না, আশি বছরঃ
জাওয়াদঃ নয় এ শুন্য আশি?
নানাঃ না, আট এ শুন্য।
জাওয়াদঃ ও ... আমি এক, দুই সব পড়তে পারি। একশ পড়তে পারি।
নানাঃ আচ্ছা, আমাকে শুনাও।
.........
(একটু পরে রঙ্গমঞ্চে নানীর প্রবেশ)
....
নানীঃ আমাকেও শুনাও তো তুমি কি শিখেছো।
জাওয়াদঃ আমি তো নানাকে শুনিয়েছি। আপনি নানার কাছ থেকে শুনে নেন।
এই বলে সে নিশ্চিত মনে খেলতে চলে গেল।
(৪৭)
সেজ মামার সাথে গল্প করছে সে।
জাওয়াদঃ মামা, আমরা যখন গাড়ীতে করে আসছি, আমরা সবাই বমি করেছি।
তুমি কেন বমি করো নাই?
মামাঃ তোমার মাথা তো নরম। আর আমার মাথা অনেক শক্ত। তাই আমার বমি হয় নাই।
জাওয়াদঃ আচ্ছা, আবার যখন আমরা গাড়ীতে যাবো তখন তোমার মাথা আমারে দিয়া আমার মাথা তোমারে দিয়া দিব। তখন তুমি বুঝবে মজা!
(৪৮)
মামীরা সাথে গল্প....
জাওয়াদঃ মামী, আমি কালকে অনেক কিছু স্বপ্নে দেখেছি।
মামীঃ কি দেখেছো?
জাওয়াদঃ দেখেছি ইসমাম, মারিয়া, যোয়াইরিয়া, ইফফাত আপু আমরা সবাই খেলা করতেছিলাম। তখন অনেক বড় একটা বিড়াল এসেছিলো। আমি একটুও ভয় পাই নাই।
জাওয়াদের আম্মুঃ আর কি দেখেছো?
জাওয়াদঃ আম্মু, তুমি জিজ্ঞেস করছো কেন? তুমিও তো সেখানে ছিলে!
(৪৯)
একটু আগে ফোন দিয়েছি। কথা বলছি সদ্য দুই পেরুনো মারিয়ার সাথে।
আমিঃ আম্মু কি করো?
মারিয়াঃ বিস্কুট খাই।
আমিঃ তুমি কেমন আছো?
......কথা নাই.....
আমিঃ তোমার আম্মু কি করে?
......কথা নাই.....
আমিঃ তোমার ছোট্ট আপু মোহসেনা কি করে?
......কথা নাই.....
আমিঃ তোমার ভাইয়া কোথায়?
......কথা নাই.....
আমিঃ তোমার নানাভাই কেমন আছে?
মারিয়াঃ এত্ত কথা বলো কেন! আমি বিস্কুট খাই না !!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।