"কলঙ্কের বোঝা মাথায় নিয়ে বিচারপতি নিজামুল হক পদত্যাগ করলেন..................... কিন্তু তারপর? এতো শেষ নয়............... * বিচারপতিকে আপীল বিভাগে উন্নীত করার প্রলোভন যারা দেখিয়েছেন তাদের কি হবে? * বিচারপতিকে সরকারী ক্ষমতাবলে চাপ প্রয়োগ যারা করেছেন তাদের কি হবে? * সংলাপে স্পষ্টভাবে বেরিয়ে এসেছে অনেক প্রসিকিউটরদের কথাও (স্পষ্টত জেয়াদ আল মালুম ও আরও কেউ কেউ) যারা আহমেদ জিয়াউদ্দিনের কাছ থেকে সাপোর্ট ও ডিকটেশন নিতেন............ তাদের কি হবে? * যেসব অতি উৎসাহী পণ্ডিতম্মন্য ব্লগার ও ফেসবুকার নির্লজ্জভাবে বিচারপতিকে ও এই কথোপকথনকে সাপোর্ট দিয়ে আসছিলেন, তাদের কি হবে? এখানে পরিস্কারভাবে বোঝা যাচ্ছে, বিচারকদের, সরকারের এবং তথাকথিত সুশীল সমাজের মধ্যে একটি বিভাজন দেখা যাচ্ছে, পারস্পরিক অশ্রদ্ধা, রেষারেষি আর ব্যাক্তিগত লাভালাভ.................. যার বলী হলেন বিচারপতি নিজাম কিন্তু নাটের গুরুরা কোথায়? তাদের কি হবে? বিজয়ের মাসে লাখো শহীদের রক্তের সাথে প্রতারণা করে, সারা পৃথিবীর কাছে দেশের মাথা হেট করিয়ে দিয়ে ব্যাক্তিগত স্বার্থ আদায়ে ব্যস্ত এসব কুলাঙ্গারদের কি করা দরকার?" আমার নিজের লেখা না.. লেখকের নাম জানি না, শেয়ার করলাম.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।