সোমবার সকালে অনন্ত ক্যাজুয়াল ওয়্যার নামের কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করে।
এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-ধাওয়ি হয়। পরে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এতে আহত হন ৫ শ্রমিক।
শিল্প পুলিশ জানায়, সোমবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে দেখতে পান ৪৬ শ্রমিককে আইনশৃংখলা ভঙ্গসহ নানা অভিযোগে সাময়িকভাবে ছাঁটাই করা হয়েছে।
এ সময় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকে।
সকাল ১১টার দিকে শ্রমিক ছাঁটাইসহ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে শিল্প পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আন্দোলনরত শ্রমিকরা।
দাবি দাওয়ার ব্যাপারে মালিকপক্ষের কাছ থেকে কোন ইতিবাচক আশ্বাস না পেয়ে বেলা পৌনে ১২টার দিকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান করতে গেলে পুলিশ লাঠিপেটা ও ধাওয়া করে তাদের সরিয়ে দেয়।
এ সময় কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।
পরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
১ জুন থেকে ওই কারাখানার শ্রমিকেরা বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে। আন্দোলনের মুখে রোববারও ওই কারখানা বন্ধ রাখা হয়।
সোমবার শ্রমিকদের আন্দোলনের মুখে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশের এএসপি মোশাররফ হোসেন জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কারখানা চত্বরে পর্যাপ্ত সংখ্যক শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।